ক্ষমতা হাতে পাওয়ার পর বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি কর্মীদের শুদ্ধিকরণের ওপর যোগ দিয়েছিলেন। কিন্তু সেই শুদ্ধিকরণ আর হল না। প্রকাশ্যে ঘুষ নিতে গিয়ে যোগীর মন্ত্রীর ব্যক্তিগত সচিবরাই ধরা পড়লেন হাতেনাতে। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন – ওম প্রকাশ কাশ্যপ, সন্তোষ তিওয়ারি এবং রামনরেশ ত্রিপাঠী। এই তিনজনকে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরেছে পুলিশ।
জানা গেছে, বিধানসভা চত্ত্বরেই ঘুষ নিচ্ছিলেন তাঁরা। বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ঘটনা। তারপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। রাতেই নিজের বাসভবনে জরুরি বৈঠক করে তিন সচিবকে সাসপেন্ড করেন যোগী আদিত্যনাথ। জানা গেছে, ধৃতেরা খনি ও আবগারি মন্ত্রী অর্চনা পাণ্ডে, অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী ওমপ্রকাশ রাজভর এবং শিক্ষামন্ত্রী সন্দীপ সিংহের ব্যক্তিগত সচিব। সংবাদ সংস্থা এএনআই-কে রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (লখনউ জোন) বলেন, ‘ধৃত সচিবদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে’।
পুলিশ জানিয়েছে, স্টিং অপারেশনের ভিডিয়োতে মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের সচিব ওম প্রকাশ কাশ্যপকে ৪০ লক্ষ টাকা চাইতে দেখা গিয়েছে। বাকি দুই সচিবকেও খনি ও শিক্ষার বিষয়ে অবৈধ চুক্তি করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, যে সাংবাদিক এক জন ঠিকাদারের বেশে স্টিং অপারেশন চালিয়েছিলেন অভিযোগ, তাঁকেও স্কুলব্যাগ ও স্কুলের পোশাকের চুক্তি পাইয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।এবং গোটা ঘটনাটাই ঘটেছে বিধানসভা চত্বরের মধ্যে।