পর পর হার। আই লিগের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ডার্বি হারের পরই। তাও লড়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার ঘরের মাঠে রিয়েল কাশ্মীরের কাছে ২–১ গোলে হার তো ছিলই। এবার গোদের উপর বিষফোঁড়ার মতো কোচের পদ থেকে ইস্তফা দিলেন শঙ্করলাল চক্রবর্তী।
খারাপ সময় যেন কাটতেই চাইছে না মোহনবাগানের। হারের পরই কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন তিনি আর মোহনবাগানের দায়িত্বে থাকবেন না। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসেও বললেন, ‘আর থাকতে চাই না। তবে যতদিন না নতুন কোচ আসছেন, ততদিন আমি দায়িত্ব থেকে সরছি না। দলের সঙ্গেই আছি। কারণ সামনে আরও দু’টি ম্যাচ রয়েছে।’ আই লিগে দলকে কাঙ্খিত সাফল্য এনে দিতে না পারার ফলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শঙ্করলাল। ক্লাবের তরফেও এ খবর স্বীকার করে নিয়েছেন সহ–সচিব সৃঞ্জয় বোস। তবে এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন অর্থসচিব দেবাশিস দত্ত। পাশাপাশি আগামী ৬ দিনের মধ্যে আরও ২টি ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। ২৭ তারিখ আবার ফিরতি ডার্বি। তাই এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করতে চাইছে না বাগান কর্মকর্তারা।
রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। এর আগে টানা ঘরের মাঠে হারের ধাক্কা কাটিয়েও উঠেছিলেন। কিন্তু আবার হার মেনে নিতে পারলেন না। এ দিন ২-১ গোলে হেরে যায় মোহনবাগান। সনি নর্ডির দুর্দান্ত গোলেও শেষরক্ষা হয়নি। রবার্টসনের জোড়া গোলে ভর করে তিন পয়েন্ট তুলে নিল রিয়েল কাশ্মীর। একদিকে, লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল কাশ্মীরের দলটি। অন্যদিকে, ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রইল মোহনবাগান। যা পরিস্থিতি তাতে অতি বড় মোহনবাগান সমর্থকরাও হয়তো আর আই লিগ জয়ের আশা করবেন না।