সিডনি টেস্টে তাঁর বিধ্বংসী অপরাজিত ১৫৯ রানের ইনিংস দেখে ঋষভ পন্থকে অ্যাডাম গিলক্রিস্টের পাশে বসালেন উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রিকি পন্টিং। আইপিএলে দিল্লির ফ্র্যাঞ্চাইসিতে থাকাকালে ঋষভকে খুব কাছ থেকে দেখেছিলেন পন্টিং। ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যানের প্রশংসা করে আজ বলেছেন, ও সত্যিকারের একটি প্রতিভা, অবিশ্বাস্য ভাল বল হিট করতে পারে। খেলাটা সম্পর্কে সম্যক ধারণাও আছে ওর। ওকে দিল্লির হয়ে কিছুদিন কোচিং করানোর সুযোগ হয়েছিল। কিপিং নিয়ে আরও খাটতে হবে ওকে, আরও ভাল ব্যাটসম্যানে পরিণত হবে ও।
এরপরই পন্টিং বলেন, ‘ভারতীয় ক্রিকেটে অনেক অবদান রয়েছে ধোনির। ভারতের হয়ে প্রচুর টেস্ট খেলেছে। কিন্তু শতরান মাত্র ছয়টি। আমার তো মনে হচ্ছে তরুণ পন্থ আরও অনেক সেঞ্চুরি করবে। ইতিমধ্যেই টেস্টে দুটো শতরান করেছে পন্থ। দু’বার ৯০ এর ঘরে আউট হয়েছে। সবে কেরিয়ার শুরু করেছে। মাত্র ২১ বছর বয়স। ইতিমধ্যেই নয়টি টেস্ট খেলে ফেলেছে। দেশের হয়ে আরও টেস্ট খেলবে ঋষভ।’