শবরীমালা মন্দিরে সংক্রান্ত বিষয়ে পরিস্থিতি যখন বেশ উত্তপ্ত ঠিক তখনই সমানাধিকারের লক্ষ্যে তিরুবনন্তপুরমে কেরালার প্রায় ৫০ লক্ষ মহিলা ১৪ টি জেলায় ৬২৫ কিলোমিটার পথ জুড়ে গড়ে তুললেন ‘নারী প্রাচীর’। সমস্বরে তাঁরা জানালেন, ‘আজকের নারী কোনও অংশে পুরুষের থেকে কম নয়, তাই তাঁকে কোনও অধিকার থেকে বঞ্চিত করা যাবে না’।
সাড়ে তিনটের সময় এর্নাকুলামের অন্যতম ব্যস্ত এলাকা এড়াপল্লির ৬৬ নম্বর জাতীয় জাতীয় সড়কের এক পাশে সারি দিয়ে মহিলারা দাঁড়িয়ে ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে। ঘড়ির কাঁটা এগোতেই মাইকে ঘোষণা করা হল, ‘রাস্তার এক পাশেই হবে প্রাচীর। গাড়ি চলাচলে যেন কোনও সমস্যা না হয়। কেউ যেন দুর্ঘটনার মুখেও না পড়েন।’ এ ভাবেই উত্তর এবং দক্ষিণ কেরালাকে জুড়ে দিল সমানাধিকারের দাবিতে এগিয়ে আসা হাতগুলি।
মিনিট ১৫ স্থায়ী হওয়া এই প্রাচীরে অংশ নিয়েছিলেন অনেকেই। তাঁদেরই এক জন ছিলেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। তিনি জানিয়েছেন ‘সামাজিক সংস্কারে সমৃদ্ধ আমাদের রাজ্য। এই প্রজন্মকে সেই বিষয়ে অবগত হতে হবে। কোনও প্রথা বা রীতি যদি অন্ধ হয় তা হলে তার বিরুদ্ধে আমাদের পথে নামতেই হবে।’ প্রাচীন কাল থেকে চলে আসা প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলে যেভাবে নারী প্রাচীর গড়ে তুললেন মহিলারা তা কার্যত অনন্য নজির স্থাপন করল।