কিছুদিন আগেই মান্যতা পেয়েছে সমকামীতা৷ স্বীকৃতি পেয়েছে সমলিঙ্গের প্রেম৷ যদিও এখনও সমলিঙ্গের বিয়েকে আইনত অপরাধ বলেই মান্য করা হয়৷ কিন্তু মিঁয়া বিবি থুড়ি বিবি বিবি রাজি তো কেয়া করেগা কাজি? নিজের স্বামীদের ডিভোর্স দিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করলেন দুই মহিলা৷
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরের অঞ্চলে ঘটেছে। একজনের বয়স ২৪, অন্যজনের ২৬। দীর্ঘ ছয় বছর ধরে একে অন্যকে ভালবাসতেন তাঁরা। কিন্তু সমাজের চাপে তখন বিয়ে করতে পারেননি তাঁরা। অবশেষে সব বাধা-বিপত্তি এড়িয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন তাঁরা। শুধু তাই নয়, নিজেদের স্বামীদেরকেও ডিভোর্স দিয়েছেন তাঁরা।
যদিও রেজিস্ট্রি ম্যারেজ করা হয়নি তাঁদের৷ কারণ স্বয়ং ম্যারেজ রেজিস্ট্রার তাঁদের বিয়েকে আইনি ভাবে নথিবদ্ধ করতে পারেননি কারণ সমকামী সম্পর্ক মান্যতা পেলেও বিয়ে স্বীকৃত হয়নি এখনও তাই বিচারপতি আর. কে. পাল এই বিয়েকে নথিভুক্ত করতে পারেননি৷
যদিও তাঁরা লড়াই থামাচ্ছেন না৷ তাঁরা জানিয়েছেন, আইনি বিয়ে না হলেও একসাথেই তাঁরা থাকবেন৷ এমনকী স্বামীদের সম্পত্তিও দাবি করেননি তাঁরা৷
ছয় বছর আগে কলেজে দেখা হওয়ার সময় থেকেই একে অন্যের প্রেমে পড়ে যান তাঁরা। তখন থেকেই স্বপ্ন দেখতেন একসঙ্গে জীবন কাটানোর। কিন্তু ওই সম্পর্ক জানাজানি হয়ে যাবার পরেই দু’জনেরই বাড়ি থেকে পড়াশোনা বন্ধ করে দেওয়া হয় তাঁদের। তার ছ’মাস পরেই তাঁদের ইচ্ছের বিরুদ্ধেই বিয়েও দিয়ে দেওয়া হয় দু’জনের। কিন্তু একে অন্যকে ভুলতে পারেননি৷ অবশেষে স্বপ্ন সত্যি হল৷ এবার বাকি জীবন একসাথে কাটানোর পালা৷