টিম পেইন আর স্লেজিং যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বিরাট কোহলি ও রোহিত শর্মার পর এবার অস্ট্রেলিয়া অধিনায়কের নিশানায় ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ।
পার্থ টেস্টে বিরাট কোহলির সঙ্গে বাকবিতণ্ডা দিয়ে যা শুরু হয়েছিল তা বক্সিং-ডে টেস্টেও অব্যাহত। মেলবোর্নে ক্রমাগত উইকেটের পিছন থেকে কথা বলে ভারতীয় ব্যাটসম্যানদের মনসংযোগে ব্যাঘাত ঘটিয়ে চলেছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন পেইন টার্গেট করেছিলেন রোহিত শর্মাকে। আর তার পরের দিন অর্থাৎ শুক্রবার পেইন ট্রোল করলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে।
সদ্যই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে দল বেছে নিয়েছে বিসিসিআই। সেই টিমে জায়গা পাননি পন্থ। তাঁর পরিবর্তে দলে এসেছেন এমএস ধোনি। সেই খবর রয়েছে অজি ক্যাপ্টেন পেইনের কাছে। এদিন ভারতের দ্বিতীয় ইনিংসের ২৬ ওভারে বাক্যবাণ ছুঁড়তে শুরু করেন পেইন। পন্থের উদ্দেশে তিনি বলেন, “শুনলাম এমএস ওয়ান-ডে দলে ফিরে এসেছে। তুমি এবার হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে পারো। ওদের একজন ব্যাটসম্যান প্রয়োজন। এর ফলে অস্ট্রেলিয়ায় তোমার হলি-ডে-র সময় আরও একটু বাড়বে। হোবার্ট খুব সুন্দর শহর। জলের ধারে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবে। আচ্ছা তুমি কি বেবিসিটিং করো? তাহলে আমি আমার স্ত্রী-র সঙ্গ সিনেমা দেখতে গেলে তুমি বাচ্চাদের দেখাশোনা করতে পারবে।”
বারবার স্লেজিংয়ের ঘটনায় আবার স্টাম্প গোপন স্টাম্প মাইক্রোফোন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। যাদের মতে স্টাম্প মাইক্রোফোনের এত বেশি ব্যবহার খেলার আবহ নষ্ট করছে। এসিএ সিইও অ্যালিস্টেয়ার নিকোলসন এদিন বলেছেন, “ক্রিকেটাররা জানে স্টাম্প মাইক্রোফোনে তাদের স্লেজিং ধরা পড়বে। গালিগালাজ করলে শাস্তির মুখেও পড়তে পারে। তাই ক্রিকেটারদেরও সতর্ক থাকতে হবে। স্টাম্প মাইক্রোফোন ব্যবহার করা হোক, কিন্তু রেখেঢেকে। তাতে ক্রিকেটের আবহটা অহেতুক উত্তেজক হবে না।