ভারত প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৪৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। জবাবে কোন বিপদ ছাড়াই দ্বিতীয় দিনটা পার করেছেন দুই অজি ওপেনার মার্কাস হ্যারিস ও অ্যারন ফিঞ্চ। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ কোনো উইকেটে না হারিয়ে ৮ রান। সফরকারীদের চেয়ে পিছিয়ে ৪৩৫ রানে। হ্যারিস ৫* ও ফিঞ্চ ৩* রানে অপরাজিত আছেন।
অ্যাডিলেডে প্রথম টেস্ট জিতেছিল ভারত। আর পার্থে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে সিরিজের তৃতীয় টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ। সিডনি টেস্টের আগে এই টেস্টটি জিতে সুবিধাজনক অবস্থায় থাকতে চাইবে দুই দলই।
সেই লক্ষ্যে মেলবোর্নের শুরুটা ভালোই হয়েছে ভারতের। মিচেল স্টার্ক-প্যাট কামিন্সদের গতি ও সুইংকে ভালোভাবে মোকাবেলা করেছে ভারতীয় ব্যাটসম্যানরা। বিশেষ করে চেতেশ্বরা পুজারা।
পুজারার সেঞ্চুরি ও সাথে অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মাদের লড়াকু ইনিংসে বড় সংগ্রহই পেয়েছে ভারত। বুধবার প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ২১৫ রান। অপরাজিত থেকে দিন শেষ করেছেন ভারত অধিনায়ক কোহলি (৪৭*) ও চেতেশ্বরা পুজারা (৬৮*)।
গত দিন হাফ সেঞ্চুরি করা পুজারা দ্বিতীয় দিন সেটিকে নিয়ে যান সেঞ্চুরির দিকে। কামিন্সের অসামান্য এক বলে বোল্ড হওয়ার আগে তিনি করেছেন ১০৬ রান। ৩১৯ বল খেলে মেরেছেন ১০টি চারের মার।
এর আগেই অবশ্য সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থেকে আউট হয়ে যান কোহলি। শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন ভারত অধিনায়ক। কিন্তু স্টার্কের শট পিস বলটি তুলে মারতে গিয়ে থার্ডম্যানে অ্যারন ফিঞ্চের তালুবন্দি হয়ে যান কোহলি। ফলে তার ২০৪ বলের ইনিংসটি ৮২ রানে থেমে যায়। ভারতের রান তখন ২৯৩। এরপর অবশ্য রোহিত শর্মার অপরাজিত ৬৩*, আজিঙ্কা রাহানের ৩৪, ঋশভ পান্তের ৩৯ রানে ভর দিয়ে বড় সংগ্রহ পায় ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে ৭২ রানে ৩ উইকেট নিয়েছেন কামিন্স। এছাড়া স্টার্ক নিয়েছেন ২টি এবং জস হ্যাজেলউড ও নাথান লায়ন নিয়েছেন একটি করে।