পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দলীয় নেতৃত্বের দিকে আঙুল তুলেছিলেন নীতিন গাডকরি। বলেছিলেন, হারের দায় নিতে হবে নেতৃত্বকে। আবারও বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন নীতিন। এবার সরাসরি আঙুল তুলেছেন দলের সভাপতি অমিত শাহের দিকেই। নীতিনের কথায়, ‘এমএলএ বা এমপি-রা যদি কাজ করতে না পারেন, তার দায়িত্ব নিতে হবে দলের সভাপতিকেই’।
ইনটেলিজেন্স ব্যুরোর প্রথম সারির অফিসারদের সামনে বক্তব্য পেশ করতে গিয়ে এই কথা বলেন নীতিন। তাঁর কথায়, ‘স্বরাষ্ট্রমন্ত্রকের সাফল্য নির্ভর করে প্রশিক্ষিত ও দক্ষ আইএএস এবং আইপিএস অফিসারদের ওপরে। যথাযথ প্রশিক্ষণ থাকা খুবই জরুরি। আমি মনে করি, আইএস এবং আইপিএস অফিসারদের বেশিরভাগই সৎ। তাঁরা ভালো কাজ করছেন। কিন্তু আমি যদি দলের সভাপতি হই এবং আমার বিধায়ক বা সাংসদরা কাজ না করতে পারে, তাহলে দায়ী হব আমিই। তার মানে আমিই তাঁদের প্রশিক্ষণ দিতে পারিনি’।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এভাবেই গাডকরি ঘুরিয়ে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগড়ে পরাজয়ের জন্য বিজেপি সভাপতি অমিত শাহকে দায়ী করেছেন। এদিন নিজের ভাষনে ঘুরিয়ে নাসিরুদ্দিন শাহকেও সমস্যা সৃষ্টি করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন নীতিন। তিনি বলেন, ‘নেহরু বলতেন, প্রত্যেক ব্যক্তিকে ভাবতে হবে, আমি যেন দেশে কোনও সমস্যা সৃষ্টি না করি। আমি নিজেও তাই ভাবি। প্রত্যেকে যদি অমন ভাবে, তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে’।
