২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত উৎসবের আমেজে ডুবে থাকে শহর। মানুষের আনন্দে যাতে কোনও বিঘ্ন না ঘটে, তাঁদের যাতায়াত ব্যবস্থায় যেন কোনও ফাঁক না থাকে তার জন্যে উদ্যোগী হয়ে এবারেও বড়দিন এবং বর্ষবরণের মধ্যরাত অবধি মেট্রো চালানোর ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ।
শুধু মেট্রো পরিষেবাই নয়, মেট্রোর কামরা এবং স্টেশন জুড়ে নেওয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থাও। ২৪ ও ৩১ ডিসেম্বর মাঝ রাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রো। আপ ও ডাউন লাইনে শেষ মেট্রো ছাড়বে রাত ১১.১০মিনিটে। ২৫ ডিসেম্বরও মাঝরাতে পর্যন্ত মেট্রো চলবে।
সূত্রের খবর, আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। মেট্রো ভবনে একজন অফিসারের নেতৃত্বে থাকবে ক্যুইক রেসপন্স টিম।
তাছাড়াও থাকবে মহিলা পুলিশ এবং মহিলাদের জন্যে বিশেষ হেল্পলাইন নাম্বার, যাতে কোনোরকম বিপদে পড়লেই তাঁরা সাহায্য পেতে পারেন। ক্রিসমাস এবং বর্ষবরণের আনন্দের মাঝে যাতে কোনোরকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্যে আঁটসাঁট নিরাপত্তায় মোড়া হচ্ছে মেট্রোকে। সারা শহর জুড়েও সরকারি উদ্যোগে নেওয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।