কেন্দ্রীয় সরকারের ঘোষণায় ১০০ দিনের কাজে সেরার সেরা হয়েছিল বাংলার জেলা। এবার রাজ্যের বিশ্ব বাংলা, সুফল বাংলার প্রশংসা শোনা গেল কেন্দ্রের আধিকারিকদের মুখে। রাজ্যে এসে এই দুই প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় শিল্প, বাণিজ্য ও ইঞ্জিনিয়ারিং দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জীব চোপড়া।
ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত ‘থার্ড রিটেল ইন্ডিয়া সামিট ২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সঞ্জীব বলেন, ‘বিশ্ব বাংলা ব্র্যান্ডের উদ্যোগ প্রশংসনীয়। পশ্চিমবঙ্গের সুফল বাংলা প্রকল্প উচ্চপ্রশংসার যোগ্য। এর মাধ্যমে চাষীরা ফসলের দাম পাচ্ছেন। গ্রামীণ অর্থনীতিরও উন্নতি হচ্ছে। দারিদ্রসীমার নিচে যাঁরা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই প্রকল্প আর্থিক উন্নতিতে সহায়তা করছে। প্রচুর কর্মসংস্থানও হচ্ছে’।
অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে বলেন, ‘তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে সব চেয়ে বেশি জোর দিচ্ছে রাজ্য সরকার। অনলাইন ব্যবসার কারণে খুচরো ব্যবসা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছে। দেশের বাজারও প্রতিনিয়ত বদলাচ্ছে। আমদানি করা পণ্যের চাহিদা বেড়ে চলেছে। ক্রেতারাও তাঁদের পছন্দের বিষয়ে বেশ খুঁতখুঁতে। বিদেশি সংস্থাগুলি তাদের চাহিদার কথা মাথায় রেখে পণ্য উৎপাদন করছে। এই পরিস্থিতিতে বিশ্ব বাংলা ব্র্যান্ড উৎপাদক এবং ক্রেতার মধ্যে সরাসরি কেনাবেচার একটি পথ তৈরি করে দিয়েছে। বিদেশের বাজার ধরারও চেষ্টা চলছে’।
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘খুচরো ব্যবসা একটা সম্ভাবনাময় ক্ষেত্র। তবে এক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব বাংলা ব্র্যান্ডের মাধ্যমে সেই সম্ভাবনা–
ক্ষেত্রটি ধরার চেষ্টা করছে। তুলে ধরতে চাইছে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রটি’।
অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন অ্যাপারেল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের চেয়ারম্যান এ এইচ কে এল মাগু, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট রুদ্র চ্যাটার্জি প্রমুখ।