এলাকার এক কুখ্যাত জমি মাফিয়া তাঁদের বান্দ্রা পালি হিলসের বাংলোর জমি নিজের নামে করে নিচ্ছেন, চলতি বছরের গোড়াতেই এমন অভিযোগ করেছিলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার ও তাঁর স্ত্রী তথা প্রখ্যাত অভিনেত্রী সায়রা বানু। তারপর তদন্তে নেমে পুলিশ গ্রেফতারও করেছিল অভিযুক্ত বিল্ডার তথা জমি মাফিয়া সমীর ভোজওয়ানিকে। কিন্তু অভিযুক্ত ছাড়া পেয়ে যাওয়ায় আবারও সমস্যার সৃষ্টি হতে পারে, নিজের এমনই এক দুশ্চিন্তার কথা জানিয়ে টুইট করলেন সায়রা বানু।
রবিবার সায়রা বানু দিলীপ কুমারের টুইটার থেকে নরেন্দ্র মোদিকে টুইট করে বলেন, ‘স্যর, জমি মাফিয়া সমীর ভোজওয়ানি জেল থেকে মুক্ত হয়ে গেল। অথচ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আমাদের ন্যায়ের আশ্বাস দিয়েছিলেন। অর্থ আর মাসল পাওয়ারের কাছে প্রতারিত হলেন পদ্মবিভূষণ। মুম্বইয়ে আপনার সাক্ষাৎ প্রার্থনা করছি।’
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ প্রতিশ্রুতি দিলেও সমীর ভোজওয়ানির বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। উল্টে টাকা আর পেশীশক্তির জোরে আরও ভয় দেখানো হচ্ছে অসুস্থ দিলীপ এবং তাঁর সূত্রে সায়রাকে। এর ফলেই ফড়নবিশের উপর ভরসা করে বসে না থেকে বিষয়টি খতিয়ে দেখার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন নিরুপায় সায়রা। এই বিষয়ে বিস্তরে আলোচনা করতে নাকি মুম্বইতে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান তিনি।
প্রসঙ্গত, এর আগে এই স্টার দম্পতি অভিযোগ করেছিলেন, সমীর ভোজওয়ানি জাল কাগজপত্র দেখিয়ে তাঁদের পালি হিল বাংলো নিজের বলেও দাবি করেছিলেন৷ জানুয়ারি মাসে থানায় সমীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন তাঁরা৷ এরপরই বান্দ্রায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের আর্থিক প্রতারণা শাখা বেশ কিছু অস্ত্র উদ্ধার করে। এপ্রিল মাসে গ্রেফতারও করা হয় ওই জমি মাফিয়াকে। সদ্য ছাড়া পেয়েছে সমীর৷ আর তাতেই ক্ষুব্ধ দিলীপ কুমারের পরিবার।