বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল হুগলীর আরামবাগে। জয়নগর, আদ্রার পর চার দিনের মধ্যে ফের রাজ্যে খুন হলেন আরও এক তৃণমূল কর্মী।
মৃতের তৃণমূল নেতার নাম শেখ মোক্তার হোসেন। তিনি পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ ছিলেন। বাড়ি আরামবাগ থানার হরিণখোলায়। হরিণখোলা অঞ্চলের মজফ্ফরপুর গ্রাম সংলগ্ন মধুরপুরের টেলিফোন টাওয়ারের কাছ থেকে মুক্তারের মৃতদেহ উদ্ধার হয়।
মুক্তার হোসেনের পরিবারের দাবি, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। মুক্তারের স্ত্রী সংবাদমাধ্যমে বলেন, ‘আমি চা করছিলাম। ওইসময় কয়েকজন বাইরে থেকে ওকে ডাকল। এরপর বাইরে নিয়ে গিয়ে ঠেঙিয়ে মেরে ফেলা হয়’।
উল্লেখ্য, হরিণখোলার এই অঞ্চলটি সিপিএমের আমল থেকে বারেবারেই উত্তপ্ত হয়েছে। অবৈধ বালি খাদানের দখল নিয়েও বিভিন্ন সময়ে সঙ্ঘর্ষে জড়িয়ে পড়েছেন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। বালি খাদানের দখল নেওয়াকে কেন্দ্র করেই মুক্তারের খুন বলে মনে করছে পুলিশ। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ করা হয়নি। তবুও ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।