অবশেষে সব জল্পনার অবসান ঘটলো। ডার্বিতে খেলছেন না সনি নর্ডি। সবুজ মেরুনের প্রাথমিক দলে নেই সনি নর্ডি। শনিবারের অনুশীলন শেষে ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় নাম নেই সনির। পায়ের পেশিতে চোট রয়েছে হাইতিয়ান তারকার। শনিবার তিনি অনুশীলন করেননি। সাইডলাইনের ধারে দাঁড়িয়েছিলেন। সাংবাদিকদের জানিয়েও দেন, যে ফিট নন তিনি। পরে বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী বলেন, ‘সনি নর্ডি ডার্বি খেলতে পারবেন না রবিবার।’
বাগান শিবিরে নিঃসন্দেহে বড় ধাক্কা। ডার্বিতে সনি একটা ফ্যাক্টর। গত ৩৩ মাস সবুজ–মেরুন ব্রিগেড ডার্বিতে অপরাজিত। সনি খেলতে না পারায় শঙ্করলাল কীভাবে রণনীতি তৈরি করেন সেটাই দেখার।
স্বাভাবিকভাবেই সোনির অনুপস্থিতি ডার্বির আগে বড়সড় ধাক্কা সবুজ মেরুন শিবিরের। আই লিগে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি দুই স্ট্রাইকার হেনরি-ডিকা। তাই গোলের জন্য সোনির দিকেই তাকাতে হচ্ছে কোচ শংকরলালকে।