মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে বাংলায় এখন শিল্প-বাণিজ্য থেকে কৃষি সর্বক্ষেত্রেই উন্নয়নের জোয়ার। সেই উন্নয়নের পথ ধরেই এবার রাজ্যে শিল্প তালুক গড়ে তোলার জন্য চীনা বাণিজ্যিক সংগঠন চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডকে(সিসিপিআইটি) আহ্বান জানাল বাণিজ্যিক সংগঠন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স(আইসিসি)।
বুধবার বিধাননগরে চীনের এই বাণিজ্যিক সংগঠন এবং আইসিসির মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষর হয়। সেখানে আইসিসির ডিরেক্টর জেনারেল ড. রাজীব সং ওই চীনা বাণিজ্যিক সংগঠনটিকে এ বিষয়ে প্রস্তাব দেন। তিনি বলেন, ‘এ রাজ্যে একটি শিল্প তালুক গড়ে তুলতে চাই আমরা। এর জন্য প্রয়োজনীয় জমিও আমরা দেব। এ বিষয়ে কোনও চাইনিজ সংস্থা যদি সহযোগিতা করে তবে এই পার্কটি চীনা শিল্প তালুক হিসেবে গড়ে উঠতে পারে।’
রাজীব আরও বলেন, এর আগে তাঁদের একটি প্রতিনিধিদল যখন চীনে গেছিল তখন সেখানেই দু’দেশের বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পারস্পরিক আলোচনা হয়েছিল। এছাড়া ভারত এবং চীনের বাণিজ্যিক প্রতিনিধিদের দু’দেশে যাতায়াতের বিষয়টিতেও তিনি খুবই গুরুত্ব দেন। খুব তাড়াতাড়ি এগুলি নিয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সিসিপিআইটির তরফে সমঝোতাপত্র স্বাক্ষর করেন সংগঠনের ডিরেক্টর জেনারেল এবং সিসিপিআইটির সেক্রেটারি জেনারেল ইয়াং শিবো। তিনি বলেন, ‘এই দুটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাই পারে দুটি দেশকে আরও শক্তিশালী করে তুলতে।’
বাণিজ্যিক ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে আগামী দিনে আরও এগিয়ে যেতে চায় আইসিসি। তারা জানিয়েছে, ভারতের সফটওয়্যার এবং চীনের হার্ডওয়্যার যথেষ্টই ক্ষমতাসম্পন্ন। ফলে পারস্পরিক সহযোগিতাই পারে যুগ্মভাবে এই দিকটিকে আরও এগিয়ে নিয়ে যেতে। এবং সে দিকেই আরও জোর দেওয়া হচ্ছে আইসিসির তরফে।