শান্তি নেই গেরুয়া শিবিরে। একদিকে মুকুল বনাম দিলীপ দ্বৈরথ নিয়ে যখন জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে, ঠিক তখনই প্রকাশ্যে চলে এল আরও দুই বিজেপি নেতার অন্তর্কলহ। পশ্চিমবঙ্গ বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ সপ্তর্ষি চৌধুরীকে এখনই দল থেকে তাড়িয়ে দেওয়া হোক। তা যদি না হয়, তিনিই তাঁকে লাথি মেরে এ রাজ্য থেকে বের করে দেবেন। বিজেপি নেতা চন্দ্র বসুর এমন মন্তব্য ঘিরে আবারও তোলপাড় রাজ্য বিজেপি।
শনিবার রাতে সম্বিত পাত্রকে একটি টুইট করেন ক্ষুব্ধ চন্দ্র। সেখানে রাজ্য বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ সপ্তর্ষিকে যা নয় তাই ভাষায় আক্রমণ করেন তিনি। টুইটে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের বিজেপি মিডিয়া সেল একটা অপদার্থ। এদের নিয়োগ করেছে কে? এদের বরখাস্ত করুন।’ একইসঙ্গে তিনি বলেন, ‘সপ্তর্ষিকে তাড়িয়ে দিন। না তাড়ালে আমিই ওঁকে রাজ্য থেকে লাথি মেরে বার করে দেব।’ এ ধরনের বেফাঁস মন্তব্যের পরই চরম বিতর্কের মুখে পড়েছেন চন্দ্র। অস্বস্তিতে পড়েছে তাঁর দলও।
রাজ্য বিজেপির এক গণ্যমান্য নেতা চন্দ্র। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুস্পুত্র তিনি। তাঁর এমন বেফাঁস মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে দলের অন্দরেই। প্রশ্ন উঠেছে, এমন এক জন নেতা হয়ে দলের মিডিয়া ইনচার্জের বিরুদ্ধে প্রকাশ্যে এমন কথা বলেন কী করে?
যদিও এমন মন্তব্যের পর দলের কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে চন্দ্রর বিরুদ্ধে মুখ খোলেননি। রাজনীতির কারবারিদের মতে, পদ্মশিবির আসলে চাইছে না ভোটের আগে দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ ফের প্রকাশ্যে চলে আসুক। তবে কথায় আছে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তাই শেষমেশ বিজেপির ঝুলি থেকে আবারও এক গোষ্ঠীদ্বন্দের বিড়াল বেরিয়ে পড়ল।