‘মন চল নিজ নিকেতনে’। এটাই এখন শোভন চট্টোপাধ্যায়ের ট্যাগ লাইন।
মন্ত্রিত্ব ছেড়ে, মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে এখন ফুরফুরে মেজাজে শোভন চট্টোপাধ্যায়। এই সময়েই প্রকাশ্যে এল শোভন-বৈশাখীর একটি শপিং ভিডিও। সেখানে শাড়ি কিনছেন বৈশাখী। ছায়াসঙ্গী শোভন। একসঙ্গে শাড়ি বাছছেন দুজনে। আজ রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। যদিও ‘এখন খবর’ এই ভিডিও-র সত্যতা যাচাই করে দেখেনি।
বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের শুধুই বন্ধুত্ব নাকি গভীর প্রেম? এই নিয়ে এখন রাজ্য-রাজনীতিতে জোর চর্চা। মেয়ত পদ-সহ একাধিক মন্ত্রীত্ব থেকে ইতিমধ্যে ইস্তফা দেওয়ার পর সেই চর্চা আরও বেড়েছে। এর মধ্যেই সামনে এল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর শপিং-এর ভিডিও।
আজ সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শোভন-বৈশাখীর এই শপিং-ভিডিও। এই ভিডিওটি কোন দোকান থেকে তোলা তা জানা যায়নি। তবে ভিডিওতে দেখা যাচ্ছে, শোভন ও বৈশাখী একটি অভিজাত দোকান থেকে শাড়ি কিনতে ব্যাস্ত। দুজনেই বেশ সেজেছেন। পাশাপাশি দাঁড়িয়ে বাছছেন শাড়ি। বৈশাখীর পরনে সোনালী শাড়ি, ম্যাচিং ব্লাউজ। শোভনের তুঁতে পাঞ্জাবি। ভিডিওতে শোনা যাচ্ছে, দোকানের মালিক তাঁর কর্মচারীকে বলছেন, ‘ওই রঙের যা আছে বের করে দেখা’। বৈশাখী বাছতে বাছতে দুটো শাড়ি আলাদা করে শোভনকে দেখালেন। এর মধ্যে মালিকের হুঁশ হয়েছে, বসতে দেওয়া হয়নি সেলিব্রিটি খরিদ্দারদের। কর্মচারীকে দিলেন এক ধমক, ‘স্যরকে বসতে দে।’ কাউন্টারের ভেতর থেকে একটি টুল এগিয়ে দিলেন কোনও কর্মচারী।
দোকান মালিক তখন গদগদ কন্ঠে শোভনকে বলছেন, ‘স্যর একটু কোল্ডড্রিংস দিই’? শোভন ঘাড় নেড়ে বারণ করায় দোকান মালিক বৈশাখীর উদ্দেশ্যে, ‘বৌদি তাহলে আপনি একটু কোল্ডড্রিংস খান।’ হাসিমুখে মাথা নেড়ে বৈশাখী বললেন, ‘তাড়া আছে’। তারপর আলাদা করা দুটো শাড়ি প্যাক করতে দিলেন। কর্মচারী দাম জানালেন, ‘সিক্সটিন ফিফটি’। আপ্লুত দোকান মালিক বৈশাখীকে বললেন, ‘বৌদি আপনি বারোশো টাকা দিন’। না, শোভন চট্টোপাধ্যায় নয়, বৈশাখী নিজেই ব্যাগ থেকে টাকা বের করে দাম মেটালেন।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোভনবাবুর সঙ্গে বৈশাখীর সম্পর্ক প্রেমের নাকি বন্ধুত্বের, সেই নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়াতেও চলছে জোর চর্চা।