শীতকাল মানেই প্রথম যে সমস্যার কথা মাথায় আসে তা হল রুক্ষ চুল এবং খুশকি। অথচ শীতকাল মানেই বিভিন্ন রকম স্টাইল নিয়ে পরীক্ষানিরীক্ষার পালা। তাই শীত শুরুর মুখেই যাবতীয় সমস্যাকে সরিয়ে দেওয়া উচিৎ। তবে তার সাথে অবশ্যই বজায় রাখতে হবে রোজকার রুটিন মাফিক পরিচর্যা।
শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়ায় খুশকির সমস্যা বাড়ে। সাধারণত, মাথার ত্বকে নতুন কোষ তৈরি হয় ও পুরনো কোষ ঝড়ে পড়ে। কিন্তু এই প্রক্রিয়া ঠিক মতো না হলে তখনই খুশকির শিকার হন আপনি। পুরনো কোষ না ঝরতে পারলে সেগুলো মাথার মধ্যেই জমে থাকে এবং তা থেকে ছত্রাকজনিত সংক্রমণ দেখা যায়। সেই কোষগুলোই গুঁড়ো গুঁড়ো হয়ে মাথার চুলে মিশে থাকলে তাদেরই খুশকি বলা হয়।
মাথার ত্বকের প্রকৃতি, মাথা পরিষ্কারের পদ্ধতি ইত্যাদি কারণেই এই খুশকির সমস্যা আসতে পারে। তবে কিছু ঘরোয়া পদ্ধতি জানলে সহজেই এই খুশকির হাত থেকে বাঁচা যায়। এবং এই সব পদ্ধতির খরচও নামমাত্র। বরং হাতের কাছেই মজুত বেশ কিছু ঘরোয়া জিনিসের উপর ভিত্তি করেই এই সমস্যা দূর করা যায়।
খুশকি চুলের গোড়া আলগা করে দেয়, ফলে দ্রুত চুল পড়তে শুরু করে। রূপ বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ মানুষের অকালে চুল ঝড়ে যাওয়ার অন্যতম কারণ এই খুশকি। খাওয়াদাওয়ার অনিয়ম এমনকি পেটের সমস্যার থেকেও খুশকি হতে পারে। তাই ব্যবহার করা যেতেই পারে ঘরোয়া কিছু উপায়:
১। খুশকির অব্যর্থ ওষুধ হল লেবু। একটা গোটা পাতিলেবুর রস মাথায় মেখে নিন ভালো করে। তিরিশ মিনিট রেখে ভাল করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। লেবুতে থাকা অ্যাসিড চুলে প্রবেশ করে তা খুশকি বিনাশ করে।
২। মেথি বাটা, আমলকির রস, ডিম ও টক দই একসঙ্গে জলের সঙ্গে ফেটিয়ে মাথায় মাখুন। সপ্তাহে দু’-তিন দিন এই প্যাক লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তার পর তা ধুয়ে ফেলুন। শুধু যে খুশকি কমবে তাই নয়, সঙ্গে সঙ্গে ফিরবে চুলের হারানো জেল্লা।
৩। টক দই, পাকা কলা এবং মধু দিয়ে একটা প্যাক তৈরি করে মাথায় লাগিয়ে রাখুন এক ঘণ্টা। তারপর ধুয়ে নিন। সপ্তাহে এক-দু’বার ব্যবহারে খুশকি কমে যায় তাছাড়া কলা চুলকে নরম করে তোলে।
৪।জলের সঙ্গে তেঁতুল গুলে নিন। এ বার তা মাথার গোড়ায় লাগিয়ে রাখুন। কিছু ক্ষণ রাখার পর ধুয়ে দিন। সহজেই সারবে খুশকির সমস্যা।
৫।জবা ফুলের রস, আমলকির রস এসব চুলের পক্ষে খুব ভাল। চুলের ত্বককে আর্দ্র করার পাশাপাশি চুলের ঔজ্জ্বল্য বাড়াতে ও চুল ঘন করতেও কাজে আসে । খুশকি সরাতেও আস্থা রাখুন এই প্রাকৃতিক উপাদানে। জবা ফুল ও আমলকি একসঙ্গে বেটে লাগান চুলে। খুশকি সারাতে এই প্যাক অব্যর্থ কাজে আসে।
৬। বেকিং সোডাও খুশকি সারাতে খুব উপকারি। প্রথমে জল দিয়ে চুল ভিজিয়ে নিন। তারপর এক চামচ বেকিং সোডা নিয়ে পুরো মাথায় মেখে রাখুন এক ঘণ্টা তারপর ধুয়ে ফেলুন।
শীত ইতিমধ্যেই দরজায় কড়া নাড়ছে। তাই আর দেরি না করে শুরু করুন চুলের যত্ন। সৌন্দর্যের আসল কথা কিন্তু চুলই বলে।