সমুদ্রের বুকে জঙ্গি হানা রুখতে এবার ড্রোনের মতই চালকহীন জলযান টহল দেবে সমুদ্রে। আর এই ‘অকুতোভয়’ জলযান তৈরি হবে খোদ কলকাতার বুকেই। এ জন্য কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডারস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চুক্তিবদ্ধ হয়েছে ইজরায়েলের একটি সংস্থার সাথে। ওই সংস্থার সহায়তা নিয়েই নৌসেনা ও উপকূল রক্ষী বাহিনীর জন্য তৈরি হবে এই বিশেষ জলযান।
৩৬ফুট লম্বা এই অত্যাধুনিক জলযান খুব সহজেই যে কোন বড় জাহাজ বা যুদ্ধজাহাজ বহন করতে পারবে। জাহাজ থেকেই রিমোটের মাধ্যমে সেই জলযান চালনা করা যাবে। এমনকি এ কাজে কোনও চালকেরও দরকার হবে না। জানা গেছে, টানা ৪ দিন ধরে টহল দিতে পারবে এই জলযানটি। জলযানটিতে থাকবে ড্রোনের মতোই এক ক্যামেরা, যাতে জলে ভাসমান যে কোনও বস্তুরই ছবি উঠে যাবে। এমনকি জানা যাবে সাবমেরিনের গতিবিধিও।
নৌসেনা এবং কোস্ট গার্ডের চাহিদা মতোই জলযানটির ডিজাইন করা হবে বলে জানা গেছে। সেই অনুযায়ী ইজরায়েল থেকেই আনা হবে যাবতীয় যন্ত্রাংশ। তারপর কলকাতার বুকেই এই চালকহীন জলযান তৈরি করবে জিআরএসআই।
বৃহস্পতিবার জিআরএসই-র ডকেই হয় দু’পক্ষের চুক্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা বাহিনীর ইস্টার্ন কম্যান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট এম এম নারাভান। সেখানেই কোস্ট গার্ডের আইজি রাজন বারগোটরা জানান জঙ্গি অনুপ্রবেশের কথা মাথায় রেখেই তটে নিরাপত্তা ও টহল বাড়ানোর দরকার। তাই প্রয়োজন এই দ্রুতগামি টহলযানের। জিআরএসই-র চেয়ারম্যান জানান, আগামী দেড় বছরের মধ্যে ৯টি যুদ্ধ জাহাজ তৈরি করছে তারা। যার মধ্যে একটি আধুনিক করভেট ও তিনটি মিসাইল ফ্রিগেট।