তৃণমূল জমানায় উন্নয়নের জোয়ার এসেছে রাজ্যের সর্বক্ষেত্রেই। শিল্পে অঢেল বিনিয়োগের পাশাপাশি, দ্রুত গতিতে বেড়েছে কর্মসংস্থানও। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগের তুলনায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে বাংলায়।
১০০ দিনের কাজ, ক্ষুদ্র-কুটির শিল্প-সহ নানা ক্ষেত্রেই কাজের সুযোগ আগের তুলনায় অনেক বেড়েছে। আগে সঠিক কর্মসংস্থানের উপযুক্ত প্রশিক্ষণের সুযোগই ছিল না। তাই নিয়োগ কর্তাদের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে অত্যাধুনিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী দু’বছরে ১২ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে।
বিধানসভায় হাজির রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, ছেলেমেয়েদের দক্ষতা বাড়াতে উৎকর্ষ বাংলা প্রকল্প চালু হয়েছে। সেখানে তিন মাসেই রাজ্যের ১ লক্ষ ৫৭ হাজার প্রার্থী নিজেদের নাম নথিভুক্ত করেছে। ৪০০-রও বেশি সংস্থা সংশ্লিষ্ট প্রার্থীদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে। পূর্ণেন্দুবাবু জানান, পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটির অধীনে বেসরকারি প্রশিক্ষণ সংস্থার মাধ্যমে যেসব গরিব ছেলেমেয়ে প্রশিক্ষণ নেবে, তাদের টিফিন বাবদ দৈনিক ৫০ টাকা দেবে রাজ্য সরকার।