ক্ষমতা গেছে। কিন্তু ছড়ি ঘোরানোর স্বভাব যায়নি সিপিএমের। দলের রাজ্য সম্মেলনের জন্য তৈরি খসড়া রাজনৈতিক প্রতিবেদনে এমনই অভিযোগ এনেছে ফরওয়ার্ড ব্লক। এ ব্যাপারে তারা গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করা বা আসন বাটোয়ারা নিয়ে সিপিএমের একতরফা মনোভাবের কথাই বেশি করে তুলে ধরেছে বলে জানা গেছে।
আগামী লোকসভা নির্বাচনে ফের কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়টি সিপিএম চাপিয়ে দিলে তারা যে এবার আর তা মানবে না, সেটা খসড়া প্রতিবেদনেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ফরওয়ার্ড ব্লক। আগামীকাল, শুক্রবার পুরুলিয়ায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হতে চলেছে ফব-র রাজ্য সম্মেলন। সেখানেই এই মতকে আরও আলিমুদ্দিনের সামনে আরও জোরালোভাবে তুলে ধরতে চায় ফব নেতৃত্ব।
কেন এমন অভিযোগ? ফরওয়ার্ড ব্লকের দাবি, ক্ষমতায় থাকাকালীন সিপিএম বরাবরই ‘দাদাগিরি’র মনোভাব নিয়ে চলেছে। এ নিয়ে বহুবার ফ্রন্টের অন্দরে শরিক দলগুলি অভিযোগ করেছে। তা নিয়ে বিস্তর চাপান-উতোরও হয়েছে। মুশকিল হল, ক্ষমতাচ্যুত হওয়ার পরও সিপিএমের এই মনোভাবের কোনও পরিবর্তন হয়নি। বিগত বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে সিপিএম কার্যত একক সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আসন ভাগাভাগি নিয়েও তারা কংগ্রেসের দাবি বা বক্তব্যকেই বেশি প্রাধান্য দিয়েছিল। এমনকী, শরিকদের জন্য বরাদ্দ আসনে দাঁড়ানো কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করেছে সিপিএম। তাই ফব-র দাবি, ক্ষমতা গেলেও ছড়ি ঘোরানোর স্বভাব যায়নি সিপিএমের। তাই ফ্রন্টের ঐক্য রক্ষাতেও যত্নবান নয় তারা।
ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘কংগ্রেস নিয়ে আমাদের দলের অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে। সিপিএমকেও আমরা দ্বিপাক্ষিক বৈঠকে তা জানিয়ে দিয়েছি। তবে বিষয়টি নিয়ে রাজ্য সম্মেলনে আসা নিচুতলার নেতা-কর্মীদের মতামত আরও বিশদে জানতে চাই আমরা’।