সাম্প্রদায়িকতার স্থান নেই বাংলায়৷ বার বারই একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আবারও প্রমাণ মিলল তার৷ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির রাখল খানাকুলের রাজহাটি ভীমতলা৷ হিন্দু-মুসলিম ঐক্যকে বজায় রাখতে জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যদের নিয়ে বিশ্ব নবি দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল-মিষ্টি দিলেন পুরোহিতরা৷
জলদানকারী পুরোহিতরা বলেছেন, ‘আমাদের লক্ষ্যই হল ধর্মীয় বিভেদ ভুলে মিলেমিশে কাজ করা৷ তাই নবি দিবসে অংশগ্রহণকারীদের সুবিধার্থে এই উদ্যোগ নিয়েছি আমরা৷ এই কর্মকান্ডে সাগ্রহে এগিয়ে এসেছেন হুগলি জেলা পরিষদের সদস্য মুনশি নজিবুল করিম’৷
এ প্রসঙ্গে খানাকুল ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য নুরনবি মন্ডল বলেন, ‘মুনশি নজিবুল করিমের এবং খানাকুল ২ পঞ্চায়েত সমিতি ও রাজহাটি ১ ২ ও জগৎপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশাল শোভাযাত্রায় অংশ নেওয়া প্রায় ১০হাজার মানুষের জন্যই আয়োজন করা হয় জল-মিষ্টি বিতরণের৷
কর্মসূচীর মূল উদ্যোক্তা মুনশি নজিবুল করিম বলেছেন, ‘খানাকুল এভাবেই চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে আসছে’৷ তাঁর এই মন্তব্যে আবারও ফুটে উঠল বাংলার হিন্দু-মুসলিম ঐক্যের চিত্র৷