বাংলায় দলের ভােটব্যাঙ্ক ৩ শতাংশে নেমে গেলেও, আর সিপিএমের হাত ধরতে নারাজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সােমেন মিত্র। শুক্রবার জোট সংক্রান্ত প্রশ্নের উত্তরে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন তিনি। গত ১৩ সেপ্টেম্বর অধীর চৌধুরিকে সরিয়ে বাংলার সংগঠনের দায়িত্ব আবারও অভিজ্ঞ ‘ছােড়দা’-র হাতে দিয়েছেন রাহুল গান্ধি। সঙ্গে নির্দেশ দিয়েছেন, এ বাংলার কংগ্রেসকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। তাঁর কথায়, “সবার আগে কংগ্রেসকে নিজের পায় দাঁড় করাতে হবে। তাই আমি চাই কংগ্রেস আগামী লােকসভা ভােটে পশ্চিমবঙ্গে একাই লড়াই করুক। প্রদেশ কংগ্রেস সভাপতির এহেন মন্তব্য আলিমুদ্দিন স্ট্রিটের কাছে মােটেই ভালাে খবর নয়।
অধীরকে সরিয়ে সােমেন মিত্রকে সভাপতি পদে বসানাের পরেও সিপিএমের একাংশ মনে করেছিল, বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট বহাল রাখা যাবে। এক্ষেত্রে তাদের যুক্তি ছিল, ২০১৬ সালের ভােটে সিপিএম কংগ্রেস জোটের অন্যতম উদ্যোক্তা ছিলেন সােমেনই। ওই ভােটে চৌরঙ্গি থেকে জোটের প্রার্থী হয়েছিলেন তিনি। সেই জোট প্রসঙ্গে এই প্রবীণ নেতা বর্তমান মত হল, ‘আমরা কেন বামেদের হাত ধরেছিলাম, সেটা রাজ্যের মানুষ বােঝেনি। সাড়ে তিন দশক ধরে যে দুটি শক্তি নিজেদের মধ্যে লড়াই করে এসেছে তারা বন্ধু হল কী করে তা রাজ্যের মানুষকে বােঝানাে যায়নি। সিপিএমের সঙ্গে জোট ব্যর্থ হওয়ার পর তাই নতুন করে বাংলায় সংগঠন বাড়ানাের কৌশলকেই শ্রেয় বলে মনে করছেন সােমেন মিত্র। তাঁর কথায়, “কংগ্রেস পরগাছা নয় বটগাছ। আর তাই লােকসভা নির্বাচনে কারও সঙ্গে জোট হলে আমরা নিজেদের স্বার্থ ত্যাগ করব না। জোটে না গিয়ে একা লড়লে নিজেদের শক্তি বুঝতে পারা যাবে। আমি একা লড়াই করার পক্ষে।