অপেক্ষার শেষ। বাকি আর মাত্র কয়েক ঘন্টাই। তারপরই শুরু শহরবাসীর বহু প্রতীক্ষিত উৎসব কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
আজ বিকেল ৪টে ২২ মিনিটে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন। উপস্থিত থাকবেন জয়া বচ্চন, শাহরুখ খান, শর্মিলা ঠাকুর, মহেশ ভাট, সঞ্জয় দত্ত ও নন্দিতা দাশ। পাশাপাশি বিদেশি অতিথিদের মধ্যে থাকবেন ইরানের বিখ্যাত পরিচালক মজিদ মাজিদি, অস্ট্রেলিয়ান ডেলিগেটস ফিলিপ নয়েস, জিল বিলকক ও সাইমন বেকার।
তার আগে বিকেল ৪টেয় ‘মায়স্ত্রোস অফ বেঙ্গল’ শিরেনোমে এক সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা সিনেমার ১০০ বছর পূর্তি উদযাপন করা হবে। এই অনুষ্ঠানটি পরিবেশন করবেন বিক্রম ঘোষ ও সহশিল্পীরা। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানেই প্রকাশিত হবে বাংলা সিনেমার ডিরেক্টরি। যেখানে থাকবে ১৯১৭ থেকে ২০১৭ পর্যন্ত মুক্তি পাওয়া সমস্ত বাংলা ছবির বিশদ বিবরণ। সবশেষে প্রদর্শিত হবে উদ্বোধনী ছবি ‘অ্যান্টনী ফিরিঙ্গি’।
অন্যদিকে, এই প্রথম সিনেমার উৎসবে জায়গা করে নিয়েছে একটি নাটক। ১৩ নভেম্বর, মঙ্গলবার মধুসূদন মঞ্চে অভিনীত হবে এই নাটক। নাটকের নাম ‘হীরালালের বায়োস্কোপ’। মুখ্য ভূমিকায় আছেন গায়ক, অভিনেতা রূপঙ্কর বাগচী। ১৯০৩–এ অমরেন্দ্রনাথ দত্তর পরিচালনায় ‘আলিবাবা’ নাটকটিকে বায়োস্কোপ বন্দি করেন হীরালাল সেন। কিন্তু একটি দুর্ঘটনায় সেই ফিল্ম আগুনে পুড়ে যাওয়ায় ১৯১৩–তে দাদাসাহেব ফালকের করা ‘রাজা হরিশ্চন্দ্র’কেই প্রথম ভারতীয় ছবি হিসেবে ধরা হয়। নাটকটিতে ধরা হয়েছে এই বিষয়ই।
এ বছর উৎসবে বাংলা ছবির সংখ্যা অন্যান্য বারের তুলনায় বেশি। আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ইনোভেশন অফ মুভিং ইমেজেস’–এ থাকছে দুটি বাংলা ছবি। চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘তারিখ’ ও বেঙ্গালুরু প্রবাসী নতুন বাঙালি পরিচালক অমর্ত্য ভট্টাচার্যর পরিচালনায় ‘রুণানুবন্ধ’।
এছাড়াও ভারতীয় ভাষার ছবির প্রতিযোগিতা ‘কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস’–এ থাকছে চারটি বাংলা ছবি— অরিজিৎ বিশ্বাসের পরিচালনায় ‘সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’, ইন্দ্রদীপ দাশগুপ্তর ‘কেদারা’, অর্জুন দত্তর ‘অব্যক্ত’ ও অরুণ রায়ের ‘হীরালাল’।
বেঙ্গলি প্যানোরামায় থাকছে পলাশ দে–র ‘অসুখওয়ালা’, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের ‘ওয়াচ মেকার’, দেবেশ চ্যাটার্জির ‘ইয়ে’, অরুণাভ খাসনবীশের ‘বিসর্গ’ ও অর্ণব কুমার মিদ্যার ‘অন্দরকাহিনী’। এছাড়া ভারতীয় ছোট ছবির প্রতিযোগিতায় আছে দেবজ্যোতি রায়চৌধুরির ‘অনুগামী’, তথাগত ঘোষের ‘দৈত্য’, সম্রাট চক্রবর্তীর ‘বিষাদ বিন্দু’, রাতুল মুখার্জির ‘পালক’, নীলিমেশ করের ‘অন্তরালে অনন্যা’ ও সৌরভ দাসের ‘কফির দাগ’।
তবে এবারের উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে সংরক্ষণ করা চলচ্চিত্রের প্রদর্শনী। এই বিভাগে থাকছে বিদেশ থেকে বহু অর্থ ব্যয়ে সংরক্ষণ করিয়ে আনা সত্যজিৎ রায়ের তিনটি ছবি—‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’। এছাড়াও থাকছে উদয়শঙ্করের বিখ্যাত ছবি ‘কল্পনা’।
আর যেহেতু এ বছর বাংলা সিনেমার শতবর্ষ। তাই বাংলা সিনেমার শতবর্ষ উদযাপন করা হচ্ছে এবারের চলচ্চিত্র উৎসবে। সেই উপলক্ষে সুপ্রিয়াদেবীকে নিয়ে হবে স্পেশ্যাল ট্রিবিউট। দেখানো হবে তাঁর অভিনীত ‘মেঘে ঢাকা তারা’ ছবিটি। এছাড়াও দেখানো হবে ‘স্ত্রীর পত্র’, ‘সপ্তপদী’, ‘পদ্মানদীর মাঝি’, ‘কোনি’, ‘কাবুলিওয়ালা’, ‘গঙ্গা’, ‘গণদেবতা’, ‘উনিশে এপ্রিল’-এর মতো ১৪টি কালজয়ী বাংলা ছবি।