লোকসভা ভোটের দামামা বেজে গেছে। সমস্ত রাজনৈতিক দলই নিজেদের রণকৌশল স্থির করে মাঠে নেমে পড়েছে। কিন্তু সিপিএমের অবস্থা সেই তথৈবচ। রনকৌশল তো দূরের কথা, কংগ্রেসের সঙ্গে জোটে যাবে কিনা সেই সিদ্ধান্ত নিতে গিয়ে নিজেদের চুল ছেঁড়ার অবস্থা সিপিএম নেতৃত্বের।
কর্নাটকের উপনির্বাচনে কংগ্রেস সফল। কিন্তু জোটের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগা সিপিএম এখনও স্থির করে উঠতে পারেনি তাদের ইতিকর্তব্য। তাই ৫ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে নিতে চায় তারা। তারপরেই কংগ্রেস প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিপিএম।
সেই কারনেই ডিসেম্বরে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মিজোরামের ফল প্রকাশের ৩ দিন পর দলের পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে সিপিএম। দিল্লীর একে গোপালন ভবন সূত্রে খবর, আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর ওই বৈঠক হবে। সেখানেই লোকসভা ভোটের যাবতীয় রনকৌশল চূড়ান্ত করবে সিপিএম।
কিন্তু প্রশ্ন উঠেছে, সেই কৌশল বাস্তবায়নে অনেক দেরি হয়ে যাবে না তো? রাজনৈতিক মহলের মতে, যেখানে কেন্দ্রের শাসক, বিরোধী সব পক্ষই ইতিমধ্যে রাজনৈতিক কৌশল চূড়ান্ত করে নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়েছে, সেখানে সিপিএম-সহ অন্যান্য বামদলগুলি কংগ্রেসের সঙ্গে যাওয়া হবে, কি হবে না এই প্রশ্নে সময় নষ্ট করে চলেছে।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসের গোড়াতেই কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছিল দল। নিয়ম মতো একটি কেন্দ্রীয় কমিটির বৈঠকের অন্তত তিন মাস পর সর্বোচ্চ নীতি-নির্ধারক কমিটির বৈঠক ডাকতে হয়। সেই হিসাবে আগামী জানুয়ারি মাসের আগে কেন্দ্রীয় কমিটির বৈঠকে বসতে পারে না সিপিএম। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা, তা স্বীকার করছে কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ। তাই তড়িঘড়ি এই বৈঠক। তবে বৈঠকের সিদ্ধান্ত কতখানি বাস্তবায়িত হবে সেই নিয়ে সন্দেহ আছে খোদ দলের অন্দরেই।