টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও পাত্তা পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৫ উইকেটের জয় পেয়েছে ভারত। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল। টেস্টে বাজেভাবে পরাজিত হওয়ার পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ হেরে যায় ইন্ডিজ।
ইডেন গার্ডেনে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে কুলদীপ যাদবের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তুলতে সমর্থ হয় ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ফাবিয়ান অ্যালেন। ভারতের হয়ে ১৩ রানে ৩ উইকেট নেন কুলদীপ যাদব।
টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩ বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ব্যাট হাতে ৩১ রান করে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক।
প্রথম ওভারেই উমেশ যাদবের বল দুবার সীমানা ছাড়িয়েছে। তৃতীয় ওভার থেকে শুরু হল উইকেট পরা। যাদবের বলে রামদিনের ক্যাচ দেওয়া দিয়ে শুরু হলো। পরের ওভারে রান আউট ফিরলেন শাই হোপ। পরের ওভারেই আউট ঝড়ের পূর্বাভাস দেওয়া শিমরন হেটমায়ার। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস আর গতি পায়নি।
একে একে পোলার্ড, ব্রাভো, পাওয়েলরাও সে পথে হেঁটেছেন। ৬৩ রানে ৭ উইকেট হারানো দলটি ১০০ এর নিচে গুটিয়ে যেতে পারত। আটে নামা ফ্যাবিয়ান অ্যালেনের ২৭ রানে সে লজ্জা থেকে রক্ষা পায় ক্যারিবিয়ানরা। দলকে ৮৭ রানে রেখে অ্যালেন আউট হলেও বাকি দুই ওভারে ২২ রান এনে দিয়েছেন পল ও পিয়েরে। ৮ উইকেটে ১০৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।
কোহলি বিহীন ভারতের শুরুটা ছিল ভয়ংকর। দলীয় ৭ রানেই ফিরেছেন রোহিত, ৯ রান পরে তাঁর সঙ্গী হয়েছেন ধাওয়ান। ৫০ পেরোনোর আগে এই মিছিলে যুক্ত হয়েছেন ঋষভ পন্ত ও লোকেশ রাহুল (১৬)। ৪৫ রানে চতুর্থ উইকেট হারানো ভারতকে খাদের কিনার থেকে উদ্ধার করেন মনীষ পান্ডে ও দীনেশ কার্তিক। ৩৮ রানের পঞ্চম উইকেট জুটি গড়ে পান্ডে (১৯) ফিরলেও কার্তিক দায়িত্ব সেরে এসেছেন। ৩৪ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে ভারতের কাজটা সহজ করেছেন ক্রুনাল পান্ডিয়া। ৯ বলে ২১ রান করেছেন এই বাঁহাতি। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।