গোটা বিশ্বে আকাশছোঁয়া বাড়ির সংখ্যা হাতে গোনা। তাদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ বহুতলের শিরোপা এতদিন ধরে রেখেছিল বুর্জ খালিফা। তবে আকাশছোঁয়ার লড়াইতে এবার বুর্জ খালিফার মাথা থেকে সেই মুকুট ছিনিয়ে নিতে চলেছে জেড্ডা টাওয়ার।
কারণ, বুর্জ খালিফার থেকেও উঁচু বহুতল জেড্ডা টাওয়ার, এখন তৈরির পথে। যা বুর্জ খালিফার থেকে আরও ৫০০ ফুটের বেশি উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে সৌদি আরবের জেড্ডায়।
১৭০ তলার এই বহুতলটিতে আবাসন, অফিস, হোটেল এবং শপিং মল থাকবে। তবে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত ১৭০ তলার মধ্যে মাত্র ৬৬ তলাই তৈরি হয়েছে। যার উচ্চতা ৮৭০ ফুট। দুবাইয়ের বুর্জ খলিফার উচ্চতা ২,৭১৬ ফুট। যেখানে জেড্ডা টাওয়ারের উচ্চতা হতে চলেছে ৩,২৮০ ফুট।
২০১১ সালের অগস্টে সৌদি বিলিওনিয়র প্রিন্স আলওয়ালীদ বিন তালাল প্রথম এই টাওয়ার তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছিলেন, ঘোষণার ৩৬ মাস পরই কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন সমস্যার জন্য যা বাস্তবায়িত হয়নি। পরবর্তীকালে প্রস্তাব পাশ হয় ২০১৪ সালে। টাওয়ারটি বানাতে খরচ পড়বে ১২০ কোটি ডলার।
বহুতলটির নির্মাণ কাজ ২০১৪ সালের মার্চ মাস থেকে শুরু হয়ে গিয়েছে। আগামী বছরই তা সম্পূর্ণ হওয়ার কথা। জানা গেছে, গোটা বহুতলটি তৈরি হচ্ছে কংক্রিট এবং স্টিলের কাঠামো দিয়ে।