বিরোধীদের একের পর এক তোপের মুখে পড়ে দিশেহারা নরেন্দ্র মোদী এবং তাঁর সরকার। আর রাফাল এখন তাঁদের যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবারও রাফাল নিয়ে মোদী সরকারকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
রাহুল দাবি করেন, তিনি নিশ্চিত যে রাফাল নিয়ে তদন্ত শুরু হলে আর বাঁচতে পারবেন না মোদী। কারণ তিনি নিজেও জানেন যে তিনি দোষী। বস্তুত, কংগ্রেস শুরু থেকেই রাফাল চুক্তি নিয়ে তদন্তের দাবী তুলেছে। একইসঙ্গে গলা মিলিয়েছে বাকি বিরোধীরাও।
শুক্রবার এক সাংবাদিক সন্মেলনে কংগ্রেস সভাপতি বলেন, রাফাল যুদ্ধবিমান কিনে শত্রু দেশগুলিকে বিপাকে ফেলাই ভারতের লক্ষ্য। কিন্তু রাফালে দুর্নীতি করে বিপাকে পড়েছেন খোদ প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, রাফাল চুক্তির জন্য অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স অ্যাভিয়েশনকে ঘুষ দিয়েছে ফ্রান্সের সংস্থা দাঁশাও। এমনকি মোদীকে বাঁচাতে মিথ্যেও বলছেন ওই সংস্থার সিইও।
এরপরেই রাহুলের সংযোজন ‘যদি তদন্ত শুরু হয়, তাহলে মোদী বাঁচতে পারবেন না। এটা আমি হলফ করে বলতে পারি। কারণ প্রথমত, দুর্নীতি। আর দ্বিতীয়ত, সবাই মোটামুটি বুঝতে পারছে কার কথায় এই স্বাক্ষরিত হয়েছে। তিনি যে খোদ মোদীই, তা জানতে বাকি নেই কারও। তিনিই অনিল আম্বানিকে ৩০ হাজার কোটি টাকা দিতে চেয়েছেন।’
ইতিমধ্যেই কংগ্রেস রাফাল যুদ্ধবিমান নিয়ে প্রতিরক্ষা দুর্নীতির বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটির দাবি তুলেছে। এই পরিস্থিতিতে মামলা গড়াল শীর্ষ আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্ট রাফালের দাম-সহ বিস্তারিত তথ্যও জানতে চেয়েছে। এই মুহুর্তে মামলাটির শুনানি চলছে।