তিনটে টি-২০, চারটে টেস্ট এবং তিনটে ওয়ান ডে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমনই ক্রিকেট-মেনু ভারতের। তবে খাওয়ার মেনুতে থাকছে বদল। বাদ পড়ছে বিফ। বাড়ছে সবজি। আর অবশ্যই ফল। আসন্ন অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহালিদের মেনু থাকছে এটাই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে এই নির্দেশই দেওয়া হল ক্রিকেট অস্ট্রেলিয়াকে।
ইংল্যান্ড সফরে ভারতীয় দলের লাঞ্চের মেনু টুইটারে প্রকাশ করে ব্যাপক ঝামেলা সামলাতে হয়েছিল বোর্ডকে। টি-২০ বাদে ওয়ান ডে এবং টেস্ট সিরিজে গো হারান হেরে যাওয়ার পাশাপাশি লর্ডস টেস্টের তৃতীয় দিনের ওই লাঞ্চ মেনুর ছবি ভাইরাল হয়ে গন্ডগোল পাকিয়ে যায়। মেনুতে ছিল ‘ব্রেইসড বিফ পাস্তা।’ যা নাকি ভারতীয় ক্রিকেটাররা সবাই লাঞ্চে দারুণ পছন্দ করতেন। সমালোচনার ঝড় উঠেছিল সঙ্গে সঙ্গেই। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে নারাজ বোর্ড। তাই ক্রিকেট অস্ট্রেলিয়াকে তারা এখনই জানিয়ে দিল, আসন্ন সিরিজে ভারতীয় ক্রিকেটারদের মেনুতে যেন ‘বিফ’-এর কোনও আইটেম না থাকে। এ ব্যাপারে ভারতীয় বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে মউ স্বাক্ষরিত হওয়ারও কথা।
প্রথম ম্যাচ ২১ নভেম্বর। শেষ হবে ১৮ জানুয়ারি। এই লম্বা সফরে ফিটনেসের দিকে লক্ষ্য রেখে নিরামিষ খাবারে জোর দিচ্ছে ভারতীয় দল। সেজন্যই মেনুতে বেশি সংখ্যক ফল আর সবজি রাখতে বলা হয়েছে। অতীতে অস্ট্রেলিয়ায় এসে খাওয়া নিয়ে সমস্যা পড়েছে ভারতীয় দল। দলে যাঁরা নিরামিষাশী তাঁরা সমস্যায় পড়তেন বেশি। অস্ট্রেলিয়ায় যে ভারতীয় রেস্তোরাঁ রয়েছে, তাদের সঙ্গে তাই কথা বলেছে বোর্ডের দল। ভারতীয় দলের যা লাগবে, তারাই পরিবেশন করবে। সেখানে ভারতীয় রেস্তরাঁর অভাব নেই। বোর্ডের তরফে আরও বলা হয়েছে, এখন ভারতীয় ক্রিকেটাররা অনেক স্বাস্থ্য সচেতন। আগে সফরের মাঝে চিজবার্গারও খেয়েছেন অনেকে। এখন আর সেই দিন নেই। তাই আগাম এই ব্যবস্থা।