৫৮ বছর বয়সে পা দিলেন ফুটবলের রাজপুত্র মারাদোনা। কাল ছিল তাঁর জন্মদিন। জন্মদিনে শুভেচ্ছা বার্তায় উপচে পড়েছিল তাঁর টাইমলাইন, টুইটার ইত্যাদি। তবে সেই তালিকা থেকে বাদ রইলেন না চিরপ্রতিপক্ষ কিংবদন্তী পেলে। দুই কিংবদন্তীর সম্পর্ক তিক্ত। তবে রাজপুত্রের জন্মদিনের দিন ‘বন্ধু’ হিসেবেই সম্বোধন করেন পেলে! টুইটারে মন ছুঁয়ে যাওয়া বার্তা লিখেছেন, ‘ হ্যাপি বার্থ ডে বন্ধু। আসা করি, শান্ত স্থির রাতে তুমি নিশ্চিন্তে বসে ভাল কোনও বই পড়ছ। তবে সেই সঙ্গে এই আশাও রাখছি, ছোট-খাটো করে হলেও, দিনটা সেলিব্রেট করার সময় বের করবে। আরও একবার হয় বার্থডে।’
