ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় পেলে যিনি ৩ টি বিশ্বকাপ জয়ের নায়ক। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য জয়ের রোমাঞ্চকর গল্প। লিগে ১১ মরশুম ধরে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকার কৃতিত্বও দেখিয়েছেন তিনি। ৩২ টি অফিশিয়াল দলীয় শিরোপা জয়ের দৃষ্টান্ত রয়েছে তাঁর ঝুলিতে। যা ইতিহাসে সর্বোচ্চ, এখনও। ফুটবল মাঠে অসাধারণ কৃতিত্বের জন্য জীবিত অবস্থাতেই পেলে কিংবদন্তী। অথচ এই পেলের জন্ম ও বেড়ে ওঠা দারিদ্রপীড়িত বস্তিবাসী মা-বাবার ঘরে। বস্তি থেকেই তিনি হয়ে উঠেছেন ফুটবল জগতের অবিসংবাদী সম্রাট। কোটি মানুষের নয়নের মণি এডসন আরান্তেস দো নাসিমেন্তো ওরফে কালো মানিক।
