দুর্নীতি কাণ্ডে নিজেদের অফিসার রাকেশ আস্থানার বিরুদ্ধেই এফআইআর করেছে সিবিআই। রাকেশ ঘনিষ্ঠ অফিসার দেবেন্দ্র কুমারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিবিআই। পাশাপাশি রাকেশ ঘনিষ্ঠ অফিসারদের টেবিল, দলিল-দস্তাবেজও ঘেঁটে দেখেছে সিবিআইয়ের দুঁদে কর্তারা। এবার রাকেশ আস্থানার মেয়ের বিয়েতে কত খরচ খরচা হয়েছে সেই তদন্তে নামল সিবিআই। আর তাতেই উঠে এল রাকেশের মেয়ের বিয়ের তদন্তের দায়িত্বভার সামলাচ্ছেন সিবিআইয়ের অতিরিক্ত পরিচালক এ কে শর্মা।২০১৬ সালে আস্থানার মেয়ের বিয়েতে ফেরার শিল্পপতি চেতন সন্দেশরার যোগ পেয়েছে সিবিআই। জানা গেছে, মেয়ের বিয়ের মূল অনুষ্ঠানটি হয়েছিল শিল্পপতি চেতন সন্দেশরার ভদোদরার ফার্ম হাউসে।
সিবিআই তাদের রিপোর্টে লিখেছে, মেয়ের বিয়ের পোষাকের জন্য খরচ হয়েছিল ১৭.৫৫ লাখ টাকা। বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের খাওয়ার দায়িত্বে ছিল হোটেল এক্সপ্রেস টাওয়ার। কিন্তু খরচা বাবদ কোনও অর্থ দাবি করেনি তারা। সিবিআইয়ের প্রশ্ন, কেন? তাহলে কে দিল টাকা? তবে এই নিয়ে হোটেল এক্সপ্রেস টাওয়ারের মালিক মুখ খুলতে চাননি।
প্রসঙ্গত, সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এফআইআরও করে সিবিআই। তদন্তে নেমে দেবেন্দ্র কুমার নামে এক সিবিআই অফিসারকে গ্রেফতার করা হয়েছে। ওই অফিসার রাকেশ আস্থানার অধীনে কাজ করতেন। মিথ্যে বয়ান দেওয়ায় দেবেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সতীশ সানা নামে হায়দরাবাদের এক ব্যবসায়ী অভিযোগ করেন মাংস রপ্তানিকারী মঈন কুরেশির দুর্নীতি তদন্তে ৫ কোটি টাকার ঘুষ চেয়েছিলেন রাকেশ আস্থানা। ম্যাজিস্ট্রেটের কাছে সতীশ আরও জানিয়েছেন, তাঁকে মোট ২ কোটি টাকা দেওয়া হয়েছে। এই কাণ্ডে র’-এর প্রাক্তন অফিসারের ছেলে সোমেশের নামও জড়িয়েছে। খতিয়ে দেখা হচ্ছে র’ অফিসারদের ভূমিকাও।