বেশ কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন রণবীর-দীপিকা। অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন, ইতিমধ্যেই বলিউডের অন্যতম সেরা ও চর্চিত জুটি তাঁরা। কোনও রকম রাখঢাক না রেখেই নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই মুখ খুলেছেন দুজনে। তাই মিডিয়ার কাছেও বেশ পছন্দের, বলিউডের এই রাম-লীলা জুটি।
বহুদিন ধরেই জল্পনা চলছিল তাঁদের বিয়ের৷ অবশেষে বিয়ের খবরে সীলমোহর দিলেন দীপিকা৷ একইসঙ্গে ঘোষণা করলেন বিয়ের দিন৷ আগামী নভেম্বর মাসেই রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।
রবিবার বিকেলে তাঁদের বিয়ের কার্ড টুইট করেন দীপিকা। যেখানে লেখা, আগামী ১৪ এবং ১৫ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রণবীর-দীপিকা। এই দুই শুভদিনেই চার হাত এক হতে চলেছে৷ একইসঙ্গে লেখা রয়েছে, সকলের সঙ্গে এই সুখবর ভাগ করতে পেরে তাঁরা খুবই খুশি৷ দুই পরিবারের আশীর্বাদ ও সম্মতি নিয়েই বিয়ে করতে চলেছেন তাঁরা৷
তাঁদের বিয়ের খবর ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে অনুগামীদের মধ্যে। নেটিজেনদের মধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে বিয়েতে কী পোশাক পরতে পারেন রণবীর-দীপিকা, কারা কারা আমন্ত্রিত এই বিয়ের অনুষ্ঠানে, সেইসব নিয়ে। এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে ক্রমশ। অপেক্ষায় দিন গুনছে বলিউড, মিডিয়া এবং অনুগামীরা।