দুর্ঘটনার ৩৮ দিনের মধ্যেই তৈরি মাঝেরহাটের বিকল্প পথ। তৈরি মাঝেরহাটে লেভেল ক্রসিং, বিকল্প রাস্তা এবং বেইলি ব্রিজ। সোমবার বেইলি ব্রিজ বসানোর কাজ মিটে গিয়েছিল। তারপর দু’দিনের মধ্যে অ্যাপ্রোচ রোড তৈরির কাজ শেষ করা হয়। সিগন্যাল, আলো বসানোর কাজও শেষ হয়ে গেছে। গতকাল, শুক্রবার থেকে চালু করে দেওয়া হয় এই বিকল্প পথ।
মাঝেরহাট সেতু ভেঙে যাওয়ার ফলে বেহালার সঙ্গে কলকাতার বাকি অংশের যোগাযোগে সমস্যা হচ্ছিল। ঘুরপথে মানুষকে যাতায়াত করতে হচ্ছিল। ফলে তাদের সময় বেশি লাগছিল। এই সমস্যা মেটাতে, বেইলি ব্রিজ, বিকল্প রাস্তা, লেভেল ক্রসিং— এই ত্রিমুখী উদ্যোগ নেয় রাজ্য। মাঝে যে খাল রয়েছে, তার আশপাশের মাটি নরম হওয়ায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও। বেশ গভীর পর্যন্ত খুঁড়ে বসানো হয়েছে সিমেন্টের পিলার। তারপর বসানো হয়েছে ব্রিজ।
এই বেইলি ব্রিজ পরিদর্শনের পর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ‘বেহালা এবং আলিপুরের মধ্যে সংযোগকারী রুট খুলে দেওয়া হল। মাঝেরহাট সেতু ভেঙে যাওয়ার ৩৮ দিন পর এবং দুর্গাপুজোর আগেই এই রুট খুলে গেল।’
দুটি বেইলি ব্রিজের একটি দিয়ে নিউ আলিপুর অ্যাভিনিউ হয়ে হুমায়ুন কবির সরণি এবং অন্যটি দিয়ে হুমায়ুন কবির সরণি হয়ে নিউ আলিপুর অ্যাভিনিউ যাওয়া যাবে। তবে ভারী গাড়ি চলাচল করা যাবেনা এই ব্রিজ দিয়ে। ৮০ ফুট লম্বা এবং সাড়ে ৪ ফুট চওড়া এই সেতু দিয়ে ১০ কি.মি. প্রতি ঘণ্টা গতিবেগে দু’চাকা, চার চাকার গাড়ি যেতে পারবে। ৮০-১০০ টন ওজন বহন করতে পারবে এই ব্রিজ। এটি তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স।
মাঝেরহাট সেতু ভেঙে যাওয়ার পর তড়িঘড়ি বিকল্প রাস্তা তৈরিতে উদ্যোগী হয়েছিল রাজ্য সরকার। তাই মাঝেরহাট এবং নিউ আলিপুর স্টেশনের মাঝে লেভেল ক্রসিং তৈরি হয়েছে। এই লেভেল ক্রসিং, বিকল্প রাস্তা চালু হয়ে গেলে যানজট অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকার চেষ্টা করেছিল, পুজোর আগে নতুন রাস্তা তৈরি এবং খুলে দেওয়া। যাতে পুজোর সময় মানুষ সহজে যাতায়াত করতে পারেন। সেই লক্ষ্য পূরণ হচ্ছে।
সরকার চেষ্টা করেছিল, পুজোর আগে নতুন রাস্তা তৈরি এবং খুলে দেওয়া। যাতে পুজোর সময় মানুষ সহজে যাতায়াত করতে পারেন। এবার সেই লক্ষ্যমাত্রাই পূরণ হচ্ছে রাজ্যের। অন্যদিকে, মাঝেরহাটে নতুন সেতু তৈরির কাজও শুরু করবে রাজ্য। এক বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।