বয়েস মাত্র উনিশ! কিন্তু এই বয়সেই বিশ্বজয়ী! সাফল্যের একের পর এক ধাপ পেরিয়ে চলেছেন তিনি। এবার তাঁর মুকুটে যোগ হল আরও এক পালক।এবার ‘টাইম ম্যাগাজিন’এর কভারে কিলিয়ান এমব্যাপে। কভারের উপর বড় বড় হরফে লেখা ‘নেক্সট জেনারেশন লিডার্স’ । মেসি , নেইমার, বালোতেল্লির পর চতুর্থ ফুটবলার হিসাবে এই সম্মান পেলেন । আপ্লুত এমব্যাপে বলেছেন, ‘ আমার জীবন পুরোপুরি বদলে গেছে । যে জীবনের আমি সবসময় ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম, তা এখন বাস্তব । আমি খুব খুশি । ‘
তবে এই লাইফস্টাইলে কিন্তু তিনি অনেক কিছু মিস করছেন। এমব্যাপে জানিয়েছেন,’ আমি কিছু কিছু জিনিস খুব মিস করছি। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, হৈচৈ করে সময় কাটানো, মানে সাধারণত আমার বয়সিরা যে ভাবে সময় কাটায় সেই সুযোগটা আমি পাই না।’
তবে তিনি যে জীবনের প্রতিটি মুহূর্তই উপভোগ করেন সেটা দেখলেই বোঝা যায়। এই সারা বিশ্বে যে তাঁকে নিয়ে এতো মাতামাতি, হৈচৈ, এতো কথা হচ্ছে কিন্তু তিনি যে কতটা পরিণত তা তিনি তাঁর বক্তব্যেই পরিষ্কার করে দিয়েছেন। ‘বড় তারকা আর গ্রেটেস্ট প্লেয়াররা বিনয়ী হন। অন্যদের শ্রদ্ধা করতে জানেন। সম্মান,বিনয় আর স্বচ্ছতা — এই তিনটে শব্দই গ্রেটদের জীবনে জরুরি। আমিও সেটাই মাথায় রাখছি।’