নিজের ফেসবুকে দেবী দুর্গার ছবি দিয়ে সকলকে শারদোৎসবের শুভেচ্ছা জানিয়েছিলেন ওপার বাংলার জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। কিন্তু এটাকে ভালোভাবে মানতে পারেননি বাংলাদেশীরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হেনস্থার শিকার হতে হয় লিটনকে। তাঁকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য, এমনকী, গালিগালাজও করেন অনেকে। আক্রমণের মুখে পড়ে শেষপর্যন্ত ফেসবুক পেজ থেকে পোস্টটি মুছে দিয়েছেন লিটন।
অবশ্য দেশের ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন ভারতীয়রাও। এপার বাংলা থেকেও পাল্টা শুভেচ্ছা জানানো হয়েছে লিটনকে। এই খেলোয়াড়সুলভ মানসিকতার জন্য প্রশংসিত হচ্ছেন তিনি। তবে ওপার বাংলার জনগণের ক্ষোভের মুখে পড়লেও ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যাঁরা ক্রিকেটার লিটন দাসকে গালিগালাজ করেছেন, তাঁরা বিকৃতমনস্ক। বাংলাদেশে এ ধরনের উগ্রবাদ রুখতে সরকার বদ্ধপরিকর। এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য সাইবার আইন প্রণয়ণ করা হয়েছে’। পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন হাসিনা।
একইসঙ্গে ক্রিকেটার লিটন দাসের প্রশংসা করে হাসিনা বলেন, ‘এশিয়াকাপে কি সুন্দর খেলেছেন লিটন। আমাদের গোটা দলটাই ভালো খেলেছে। দলের সকলকে আমি শুভেচ্ছা জানাই’।