রাজ্যে তাদের একেই ‘ভাঁড়ে মা ভবানী’ দশা, তার উপর জুটল ষাঁড়ের গুঁতো। এবার সিপিএমের মিছিলে চলল দুই ষাঁড়ের তান্ডব। ঘটনাটি ঘটে গতকাল উত্তরপাড়া-কোতরং এলাকায়।
মঙ্গলবার সেখান থেকে বিভিন্ন বামপন্থী গণসংগঠনের বিপিএমও অধিকার পদযাত্রার শুরু হয়। রাত সাড়ে ৮টা নাগাদ উত্তরপাড়া থেকে মিছিল হিন্দমোটরের দিকে যাচ্ছিল। সে সময় কোতরং তরুণ সঙ্ঘের মাঠের সামনে চলছিল দুটি ষাঁড়ের লড়াই। লড়াই করতে করতে আচমকাই ষাঁড় দুটি মিছিলের দিকে ছুটে আসে।
ষাঁড় দুটিকে ছুটে আসতে দেখেই আত্মারাম খাঁচা হয়ে যাওয়ার জোগাড় হয় ‘বীর’ কমরেডদের। পড়ি কি মরি করে ছুটতে থাকেন সকলেই। কোথায় তখন ঝান্ডা! আর কোথায়ই বা স্লোগান! পালানোর সময়টুকু না দিয়েই ক্ষণিকের মধ্যে ষাঁড় দুটি মিছিলে ঢুকে পড়ে। এবং মিছিলে থাকা পদযাত্রীদের শিং দিয়ে এলোপাথাড়ি গুঁতোতে থাকে। মিছিলের আহ্বায়ক এবং স্থানীয়রা অনেক চেষ্টা করেও ষাঁড় দুটিকে আটকাতে পারেননি। ফলে ষাঁড়েদের এই ‘এনকাউন্টার’-এ এক লহমায় পদযাত্রায় অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
ঘটনায় আহত প্রায় ১৫ জন। ৬ জনকে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে আসেন সিপিএমের জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ-সহ দলীয় নেতৃত্ব। দেবব্রতবাবু জানিয়েছেন, চিকিৎসার পর আহতরা সকলেই ভাল আছেন।
রাজ্যের অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন আগেই। এবার ষাঁড়েদেরও চক্ষুশূল সিপিএম। ফলে মানুষের পর ষাঁড়ের গুঁতো, গোদের উপর বিষফোঁড়ারই সামিল বামেদের কাছে।