বিপ্লবের বৈপ্লবিক বাণী।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপির বিপ্লব দেব মুখ খুললেই যেসব ‘মণিমানিক্য’ বেরয়, তাতে হাসির খোরাক হতে হয় দলকে। বিভ্রান্তিকর বিবৃতির জেরে জেরবার হতে হয় দলের শীর্ষ নেতাদের। কিন্তু তাও বিপ্লব দেব মন্তব্য করতে ছাড়েন না। এবার তিনি প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে মুখ খুললেন। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একভাই অটোচালক। অন্যভাইয়ের মুদির দোকান আছে’।
সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আগরতলায় দলেরই এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি আসলে বলতে চেয়েছিলেন, দারিদ্র্য আভিশাপ নয়। সেটা বলতে গিয়েই প্রধানমন্ত্রীর পরিবারের প্রসঙ্গ টেনে আনেন বিপ্লব। বলেন, ‘এক ভাই মুদির দোকান চালান এবং অন্যজন অটো চালিয়ে রোজগার করেন। তাঁদের মা থাকেন ১০ বাই ১২-এর একটি ছোট্ট ঘরে। বিশ্বের কোনও প্রধানমন্ত্রী এরকম আছে কি বলুন আমায়’। এখানেই না থেমে বিপ্লব আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর মা বৃদ্ধা, কিন্তু তাও তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেন না। এর আগে তিনি ১৩ বছর মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তাঁর ভাই-বোন রয়েছে, তাঁর ভাই এখনও অটো চালায়।’এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ব্যঙ্গ কটাক্ষের স্রোত বয়ে গেছে।
মাত্র ছ’মাস হয়েছে ৪৮ বছরের বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েছেন। এর মধ্যেই বেফাঁস কথা বলায় ‘খ্যাতি’ হয়েছে তাঁর। এর আগে তিনই জানিয়েছিলেন, গ্রামবাসীদের মধ্যে হাঁস বিতরণ করবেন। কারণ তাদের মাধ্যমে জল পুর্নব্যবহারের যোগ্য হবে এবং জলে অক্সিজেনের মাত্রা বাড়বে যা গ্রামের অর্থনৈতিক অবস্থার উন্নতি করবে। মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল বলে মন্তব্য করে ঝড় তুলেছিলেন তিনি।