আজ বুধবার গজলডোবা পর্যটন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ‘ভোরের আলো’ নামক এই প্রকল্পটি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম। তিস্তার ওপরে গজলডোবা জলাধারকে কেন্দ্র করে ২০৮ একর জমির ওপরে তৈরি হয়েছে এই প্রকল্প। এখানে টু–স্টার হোটেল ছাড়াও থাকবে সাইক্লিং, বোটিং এবং ক্যাম্পিংয়ের মতো পরিষেবাও। পাশাপাশি ৬০ একর জমিতে গোল কোর্স তৈরি হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। পাশাপাশি সরস্বতী চা–বাগান থেকে বেঙ্গল সাফারি পার্ক পর্যন্ত ট্রেকিং রুট চালু করা হবে বলেও জানান তিনি। এমনকী এই প্রকল্প এলাকার মধ্যেই একটি হোটেল ম্যানেজমেন্ট কলেজ তৈরি হবে। সেই সঙ্গে হবে একটি বৃদ্ধাশ্রম একটি থানা এবং একটি স্বাস্থ্যকেন্দ্রও। ওদলাবাড়ি থেকে গজলডোবা পর্যন্ত নতুন রাস্তা তৈরিরও পরিকল্পনা নিয়েছেন পর্যটন দপ্তর।
