অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের সরকারের কাছে নিঃশর্তে ক্ষমা চাইলেন শিলিগুড়ির বিশিষ্ট ব্যবসায়ী ব্রিজ মোহন গর্গ। তিনি জানিয়েছেন ব্যবসা চালানোর ক্ষেত্রে তিনি যে নিয়ম লঙ্ঘন করেছিলেন, তা একান্ত বাধ্য হয়েই। সবাই জানে ওই সময় বিমল গুরুং তাঁর দলবল নিয়ে উত্তরবঙ্গে যে তান্ডব চালাচ্ছিলেন, তারই শিকার হয়েছেন তিনি। একরকম ভয় দেখিয়েই তাঁকে ওই কাজ করতে বাধ্য করা হয়েছিলো।
মেরিগোল্ড আশিয়ানা কন্সট্রাকশন, মাউন্টেন ইন হোটেলস, মেরিগোল্ড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, এম আর ডিস্ট্রিবিউটর এবং পাইন হোটেল অ্যান্ড রিসর্টস, প্রভৃতি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ব্রিজ মোহন জানিয়েছেন রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ইচ্ছে তাঁর কোনওদিনই ছিলোনা। এবং এখন তিনি পূর্ণ উদ্যমে এই সরকারের সঙ্গে সমস্ত সহযোগিতা করে তাঁর ব্যবসা আবার নতুন করে ঢেলে সাজাতে চান। এবং ভবিষ্যতে তিনি আর কোনও প্ররোচনাতেই কোনও নিয়ম লঙ্ঘন করবেন না।
ব্রিজ মোহনের কথায় ‘উত্তরবঙ্গে আমাদের ব্যবসার যথেষ্ট নামডাক রয়েছে। এবং এই ব্যবসা যাতে রাজ্যের গর্বের কারণ হয়ে দাঁড়ায়, সেই বিষয়ে আমরা সবসময় নজর রাখবো। আমরা রাজ্য সরকারের কাছে, বিশেষ করে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি, যে আমাদের যেন আরও একবার আমাদের ব্যবসা যথাযথ ভাবে শুরু করার অনুমতি দেওয়া হয়। তাঁর আশীর্বাদ আমাদের সব সময়েই প্রয়োজন। তাঁর অনুমতি পেলে আমরা রাজ্যের উন্নয়নের শরিক হতেও আগ্রহী’।
এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শহরে নেই। আজই তাঁর ফেরার কথা। তিনি ফেরার পর ব্রিজ মোহন ও তাঁর ব্যবসার অন্যান্য অংশীদাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে সব রকমের ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে আগ্রহী।