ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে একটা আলাদা উত্তেজনা থাকেই। তবে সম্প্রতি এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে সেই উত্তেজনার পারদ খানিক বাড়িয়েছেন এক পাকিস্তানি সুন্দরী। ওইদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন তিনি। পরনে ছিলো পাক-জার্সি। কে এই পাক-সুন্দরী?নাহ।যাকে নিয়ে এতো জোর জল্পনা-কল্পনা, তাঁর পরিচয় জানা যায়নি। তবে এই মেয়ে লক্ষ লক্ষ ভারতীয় সমর্থকের হৃদয়ে ঝড় তুলেছেন। সোশ্যাল মিডিয়া সেই ঝড়েই উত্তাল এই-কদিন। অ-নামিকা এই মেয়েকে নিয়ে হাজারও টুইটার পোস্ট। এমনিতেই কথায় আছে সুন্দর মুখের জয় সর্বত্র। তাই ওইদিন ম্যাচ চলাকালীন ক্যামেরার নজর বারেবারেই তাঁর দিকে চলে যাচ্ছিল। ব্যস। আর যায় কোথায়। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় তাঁর ছবি। সঙ্গে টুইটার পোস্টের বন্যা। অনেকে আবার বিসিসিআই-এর কাছে আরও বেশি করে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আবেদন করেছেন। যাতে আবার এই পাক তনয়াকে একবার চোখের দেখা দেখা যায়।
তবে কাহানিমে থোড়া টুইস্ট ভি হ্যায়। ওই রহস্যময়ী মেয়েই ফের হাজির ছিলেন ভারত-বাংলাদেশ ম্যাচের দিনও। তাই অনেকেই বেশ ধন্দে পড়েন। কারণ সেইদিন ছিলো পাকিস্তান বনাম আফগানিস্তানের ম্যাচও। তা সত্বেও তিনি ভারত বনাম বাংলাদেশের ম্যাচে কি করছিলেন? তাহলে ওই সুন্দরী কি বাংলাদেশের? নাকি পাকিস্তান বা বাংলাদেশ নয়-তিনি স্রেফ একজন ভারতীয় সমর্থক? নাকি পাকিস্তান ভারতের কাছে হেরে যাওয়ায় তিনি মন বদলে এখন বাংলাদেশকে সমর্থন করছেন?- এই নিয়ে টুইটারে তাঁকে নিয়ে ট্রোল করাও হয়েছে। অনেকে আবার প্রথম দিনের পর আরও একবার তাঁকে দেখতে পেয়েই বেজায় খুশি- বেশি বিতর্কে যাননি।
আজও কিন্তু ভারত বনাম পাকিস্তান ম্যাচ আছে। এই রহস্যময়ী পাক-কন্যা কি আরও একবার স্টেডিয়ামে দেখা দেবেন? সেইটাই এখন লাখ টাকার প্রশ্ন।