পশ্চিমবঙ্গে ৩৪ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদল তৃণমূল কংগ্রেস জয়ী হলে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস ও সিপিএম। অথচ ত্রিপুরায় যখন বিজেপি ১০০ শতাংশ জেলা পরিষদ আসনে এবং ৯৬ শতাংশ পঞ্চায়েত স্তরের আসনে জয়ী হন, তখন কিন্তু আদালতে যায় না কংগ্রেস-সিপিএম। এমনটাই অভিযােগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মিলানে এক প্রশ্নের উত্তরে ত্রিপুরায় সদ্য সমাপ্ত পঞ্চায়েত উপনির্বাচনে বিজেপির বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় সমস্ত আসনে জয়ের প্রসঙ্গে একথা বলেন তিনি। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভােটে ২০,০৭৬টি আসনে প্রার্থী দিতে পারেনি সম্মিলিত ভাবে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন সিপিএম ও কংগ্রেস। কিন্তু ত্রিপুরায় একই পরিস্থিতি হলে, তেমনটা করেনি কংগ্রেস বা বামফ্রন্ট কোনওপক্ষই। তাই ত্রিপুরার উদাহরণ টেনে কটাক্ষ করেন তিনি।
