মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করলেন জার্মানির একটি রাজ্যের। গড়ে তুললেন নতুন মডেল। ফলে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা আরও উজ্জ্বল হল।
জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে অর্থমন্ত্রী অমিত মিত্র বললেন, ‘আমরা শুধু দেশের নয়, একটি রাজ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করে শিল্পায়নের পথ প্রশস্ত করছি। এই কারণেই ডুসেলডর্ফে গিয়ে বৈঠক করে এলাম আমরা’। মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্প নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম মাইনিং, ইকুইপমেন্ট, প্রযুক্তি ও পরিষেবা সংক্রান্ত।
অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রযুক্তি পরিষেবা নিয়ে সাহায্য করবেন এরা। আলচনার দ্বিতীয় বিষয় উঠে এসেছে, পেট্রোকেমিক্যাল ও রসায়ন শিল্প নিয়ে। তৃতীয় হল, লজিস্টিক প্রকল্প। এক্ষেত্রে কীভাবে তা আরও উন্নত করা যায়, আলোচনা করেছেন অর্থমন্ত্রী। চতুর্থ বিষয় ইঞ্জিনিয়ারিং ও উৎপাদন শিল্প নিয়ে। শেষ আলোচনার বিষয় ছিল শিক্ষা সংক্রান্ত।
অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘এই ৫ টি বিষয়ের ওপর ভিত্তি করে তাঁদের খসড়া চুক্তির কপি দেওয়া হয়েছে। জিআইজেড সংস্থা অর্ধেকটা লগ্নি করবে। বাকি অর্ধেক আমরা দেব। এভাবেই প্রকল্পগুলি গড়ে উঠবে’। ‘ম্যাচিং গ্রান্ট’ হিসাবে অর্থ বিনিয়োগ করবে এই সংস্থা।
জার্মানির এই সংস্থা বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি এবং পরিষেবাও প্রদান করে। আগামী দিনে বাংলার সরকারের সঙ্গে এভাবেই কাজ করতে উৎসাহ দেখিয়েছেন জিআইজেড সংস্থার প্রতিনিধিরা।