বিশ্বের দ্রুততম মানুষ তিনি। ২০০৯ সালে বিশ্ব অ্যাথলেটিক্সে ১০০ মিটার দৌড়তে বোল্ট নিয়েছিলেন ৯.৫৮ সেকেন্ড সময়। যে রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি। অবশ্য শুধু ট্র্যাক বা ফুটবল মাঠেই নয়। এবার জিরো গ্র্যাভিটিতে দৌড়েও রেকর্ড গড়লেন জামাইকার উসাইন বোল্ট।
আটটি অলিম্পিক সোনা। বিশ্বের দ্রুততম মানুষ। অ্যাথলেটিক্সকে বিদায় জানানোর পর পেশাদার ফুটবলার হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। অবশ্য জীবনের সঙ্গে তাল রেখে নতুন চমক দেওয়ার নেশা রয়েছে বোল্টের। নতুন কিছু করার চেষ্টাই বোল্টকে কিংবদন্তির জায়গায় নিয়ে গেছে। এবার শূন্যেও স্পিড টেস্ট করে দেখলেন তিনি।
বোল্ট নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে এয়ারবাস জিরো–জি প্লেনের ভিতর বোল্ট ছাড়াও রয়েছেন আরও দু’জন। যেখানে বোল্ট মোজা পড়ে প্রথম প্রথম পিছলে গেলেও নিজেকে সামলে নিয়েছেন। রেকর্ড গড়ার মুহূর্ত শেয়ারও করেছেন বোল্ট। এরপর ইনস্টাগ্রাম পোস্টে বোল্ট বলেছেন, ‘খেলার পরিবর্তন। দৌড়ের মধ্যে দিয়েই জীবন উপভোগ করা আর জিরো গ্র্যাভিটিতে শ্যাম্পেন খাওয়া।’
(সংগৃহীত)