এ যেন রামের মুখে বাম-নাম ! আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বড় ‘ভরসা’ বাম ভোট। দলীয় বৈঠকে এ কথা বলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ স্বয়ং। শুক্রবার থেকে শুরু হয়েছে বিজেপির দু’দিনের রাজ্য কমিটির বৈঠক। গতকাল বৈঠকের প্রথম দিন দিলীপ বলেন, ‘বাংলায় বিজেপিই তৃণমুলের প্রধান প্রতিপক্ষ। কংগ্রেসের আর তেমন কোনও শক্তি নেই। যেটুকু বাকি আছে তাও তৃণমূলে যাবে। তাই বামেদের দোদুল্যমান ভোট আমাদের দিকে আনতে হবে।’ তিনি আরও বলেন যে, ‘কট্টর’ বামপন্থীদের ভোট বিজেপি পাবে না। কিন্তু দোটানায় থাকা বামেদের বিজেপিতে টেনে আনতে হবে। সেইসব বাম ভোটেই ফুলে উঠবে বিজেপির ভোট ব্যাঙ্ক।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই অভিযোগ করে থাকেন, এ রাজ্যে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে ‘বোঝাপড়া’ আছে। তাঁর মতে ওরা ‘জগাই, মাধাই এবং বিদাই’। গতকাল দিলীপের বক্তব্য শুনে তৃণমূলের এক শীর্ষ নেতার মন্তব্য, ‘নেত্রীর অভিযোগ যে সত্য, সেটাই প্রমাণ করলেন দিলীপ।’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, ‘বিজেপি আবার একটা দল! তার সভাপতির কথার উত্তর দিতে হবে!’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, ‘বিজেপির ঘাড়ে এখন রাহুল গাঁধীর ভূত চেপেছে। তাই সর্বদা কংগ্রেসকে আক্রমণ করছে। ওদের সরকার বাঁচবে কি না, আগে সেটা ভাবুক।’
ইতিমধ্যেই দিলীপের বক্তব্য নিয়ে চর্চা শুরু গিয়েছে রাজনীতিক মহলে। তবে কি সত্যিই বামে ভোটগুলিকে পাখির চোখ করতে চাইছে বিজেপি! দলের কর্মীরা বিজেপিতে যোগ দেবে কিনা, তা নিয়ে সংশয়ে আলিমুদ্দিনে। বামের হরধনু রামের হাতেই ভঙ্গ হবে কিনা সেটাই এখন দেখার।