ভারতীয় বিমানসংস্থা ভিস্তারা-র সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধল ব্রিটিশ এয়ারওয়েজ। নয়া চুক্তিতে যাত্রীরা চেন্নাই, মুম্বই এবং দিল্লী থেকে দেশের যে কোনও প্রান্তে যাওয়ার জন্য ভিস্তারার উড়ানে আসন বুক করতে পারবেন। একইসঙ্গে ভিস্তারার যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর পর সেখান থেকে লণ্ডনে যাওয়ার টিকিট বুক করতে পারবেন।
ভিস্তারা ও ব্রিটিশ এয়ারওয়েজের এই চুক্তির ফলে, ব্রিটিশ এয়ারওয়েজের যেসমস্ত যাত্রী কোডশেয়ার বিমানে ভ্রমণ করবেন তাঁদের জিনিসপত্র সরাসরি চূড়ান্ত গন্তব্যে পৌঁছে যাবে। দিল্লী ও মুম্বই বিমানবন্দরে একই টার্মিনাল ব্যবহার করবে ভিস্তারা ও ব্রিটিশ এয়ারওয়েজ। ফলে যাত্রীদের পক্ষে ঘরোয়া রুটে উড়ান আরও সহজ হয়ে যাবে।
নয়া চুক্তির অংশ হিসাবে, ভিস্তারার বিমানে দিল্লী, মুম্বই, চেন্নাই পৌঁছনোর পর সেখান থেকে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে লণ্ডন যাওয়ার জন্য আসন বুক করা যাবে ভিস্তারার ওয়েবসাইট থেকেই। তেমনই ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে দিল্লী, চেন্নাই, মুম্বই আসার পর ভারতের অন্য শহরে যাওয়ার জন্য ভিস্তারার বিমানে আসন বুক করা যাবে।
ভিস্তারার সঙ্গে চুক্তি প্রসঙ্গে ব্রিটিশ এয়ারওয়েজের হেড অফ অ্যালায়েন্সেস ঋষি কাপূর বলেন, ‘আমরা গত ১০ বছর ধরে ভারতে উড়ান পরিষেবা দিচ্ছি। এই রকম একটি বিখ্যাত উড়ানসংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা গর্বিত। অনেকদিন ধরেই আমরা ভারতের আরও বেশ কিছু গন্তব্যে উড়ান পরিষেবা দেওয়ার কথা ভাবছিলাম। ভিস্তারাকে সঙ্গে পাওয়াটা আমাদের গ্রাহক এবং ওই গুরুত্বপূর্ণ শহরগুলির পক্ষে সুসংবাদ।