তপশিলি জাতি ও উপজাতি আইন সংশোধনের বিরোধিতায় দলের অন্দরেই তোপের মুখে মোদী সরকার। আইন সংশোধনের প্রতিবাদে বৃহস্পতিবার ভারত বন্ধের ডাক দিয়েছিল বেশ কিছু উচ্চবর্ণ সংগঠন। এদের মধ্যে অন্যতম ‘ব্রাক্ষ সমাগম স্বর্ণ জনকল্যাণ সংস্থা’। এই সংগঠনের সভাপতি ধর্মেন্দ্র শর্মা জানিয়েছেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদ হবে। এই আন্দোলনের মাধ্যমে কালা কানুন প্রত্যাহারের দাবি জানানো হবে’। এর আগে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিল সংগঠনগুলি। কিন্তু কোনও কাজ না হওয়ায় এবার আন্দোলনের পথে হাঁটছে তারা।
এই আন্দোলনের জেরে মধ্যপ্রদেশের গোয়ালিয়র-চম্বল অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকায় রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে পুলিশ। মোরেনা, শিবপুরী, ভিন্দ এবং অশোকনগর জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
প্রসঙ্গত, ভারতে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আইন অনুযায়ী, দেশের যে কোনো প্রান্তে কোনও দলিত নিপীড়নের অভিযোগ উঠলেই অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেপ্তার করতে হতো পুলিশকে৷ অভিযুক্ত ব্যক্তি যে-ই হোন না কেন, দলিত নিপীড়নে অভিযুক্ত হলে আর রেহাই ছিলোনা৷ বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই গ্রেপ্তারি নিয়ে নানা সময় নানা প্রশ্ন উঠলেও আইন অনুযায়ী তা-ই করে এসেছে পুলিশ৷ বহু ক্ষেত্রে আইনের অপব্যবহার হয়েছে বলেও অভিযোগ উঠেছে৷ সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি রায়ে ‘তাৎক্ষণিক গ্রেপ্তারি’ রদ করেছে।