সিপিএমের মহিলা সংগঠনের হালও বেহাল। রাজধানীর বুকে দিল্লীতে মোদী বিরোধিতার ডাক দিয়েছিল তারা। কিন্তু সেই আন্দোলন সাড়া জাগাতে পারেনি। ফলে হতাশ বাম নেতৃত্ব। এই পরিস্থিতিতে নেতারা ভরসা রাখছেন সিপিএমের শ্রমিক এবং কৃষক সংগঠনগুলির মহামিছিলের উপর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় দেশে মহিলা এবং নাবালিকাদের কোনও নিরাপত্তা নেই। মূলত এই ইস্যুকে সামনে রেখেই দিল্লীতে কেন্দ্রীয়ভাবে আন্দোলনের ডাক দিয়েছিল সিপিএমের মহিলা সংগঠন। কিন্তু তাতে সেভাবে প্রভাবই পড়ল না। ওই সংগঠনের অভিযোগ, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে মহিলা এবং নাবালিকাদের উপর অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে। যাঁরা অত্যাচারিত হচ্ছেন, অনেক ক্ষেত্রে তাঁদেরকেই নানারকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। অথচ অধিকাংশ সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়াই হচ্ছে না। সংগঠনের নেত্রীদের অভিযোগ, কর্মহীনতার সুযোগ নিয়ে দেশের মহিলারা ক্রমাগত বঞ্চনার শিকার হচ্ছেন। নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানানো হলেও অনেক সময়েই সুরাহা মিলছে না।
কিন্তু মহিলা সংগঠনের এহেন আন্দোলনে সার্বিক সাড়া না মেলায় বাম নেতৃত্ব এখন তাকিয়ে পার্লামেন্ট স্ট্রিটে দলের শ্রমিক এবং কৃষক নেতাদের বিক্ষভ-সমাবেশের দিকে। আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে বামেরা। কর্মসূচিতে অন্তত চার লক্ষ লোকের জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে সিপিএম। কিন্তু তা আদৌ বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে দলের শীর্ষ নেতারাই সন্দিহান।