অল্পের জন্য সোনা ফসকে গেল দ্যুতি চাঁদ। মহিলাদের ১০০ মিটারে তিনি রুপো জিতলেন মাত্র ০.০২ সেকেন্ড পিছিয়ে থাকার জন্য। দ্যুতি সময় নিলেন ১১.৩২ সেকেন্ড। প্রথম হওয়া বাহরিনের ইডিডিয়ঙ্গ ওডিয়ঙ্গের সময় ১১.৩০ সেকেন্ড।
তবে সোনা না পেলেও এই পদকের অন্য গুরুত্ব রয়েছে দ্যুতির। জেন্ডার সমস্যায় চার বছর আগের এশিয়ান গেমসে নামতে পারেননি তিনি। আদালতে এই কারণে লম্বা সময় ধরে আইনি লড়াই লড়েছেন। পরীক্ষা করে দেখা গিয়েছিল, তাঁর শরীরে পুরুষ হরমোনের পরিমাণ বেশি। ফলে আন্তর্জাতিক ফেডারেশন তাঁর ওপর বিধিনিষেধ চাপিয়েছিল। শেষ পর্যন্ত কোর্ট অব আবিট্রেশনের রায় তাঁর পক্ষে যায়। এবং তিনি লড়াইয়ে অনুমতি পান।এশিয়ান গেমসে এই রুপো জেতা দ্যুতির লড়াইয়েরই স্বীকৃতি। বদ্ধপরিকর ছিলেন নিজেকে প্রমাণ করতে। রুপো জেতার পর তাই তাঁকে দেখা গেল উচ্ছ্বাসে মেতে উঠতে।১১.৩২ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো ছিনিয়ে নেন দ্যুতি।