পরেশ অধিকারীর পর এবার মোর্তাজা হোসেন। আরও এক ফরওয়ার্ড ব্লক নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মোর্তাজা হোসেন সপরিবারে যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল ভবনে তাঁর হাতে পতাকা তুলে দেন দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, রাজীব ব্যানার্জি ও নির্মল ঘোষ। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, মোর্তাজা যোগ দেওয়ায় উত্তর ২৪ পরগনায় দল আরও শক্তিশালী হবে। মোর্তাজা বললেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তৃণমূলে যোগদান।
মোর্তাজা ২০০১ ও ২০০৬-এ দেগঙ্গা থেকে বিধানসভা ভোটে জেতেন। মন্ত্রীও হন। তিনি কৃষি বিপণন ও ত্রাণ দপ্তর সামলেছেন। ২০১৪–তে বারাসত লোকসভা ভোটে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে দঁাড়িয়েছিলেন। জিততে পারেননি। তৃণমূল ভবনে মোর্তাজা বলেন, ‘গত দু’বছর আমার দলের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। আমি মুখ্যমন্ত্রীর সব কাজের ওপর নজর রাখছিলাম। তিনি গোটা বাংলায় উন্নয়ন করেছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মমতা যেভাবে আওয়াজ তুলেছেন, প্রশংসার দাবি রাখে। এইসব কারণেই মমতার সঙ্গে কাজ করার জন্য পার্থবাবুর কাছে ইচ্ছে প্রকাশ করি’।
দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে তৃণমূল ভবনে আসেন মোর্তাজা। তাঁর দুই ছেলেই চিকিৎসক। তাঁরাও ভবনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। মোর্তাজা তৃণমূলে যোগ দেওয়ার পর মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘মমতার উন্নয়নযজ্ঞে শামিল হতে চেয়ে মোর্তাজা প্রথমে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও নির্মল ঘোষের কাছে আবেদন করেন। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি। তাঁর অনুমোদন নিয়েই মোর্তাজা হোসেন ও তঁার পরিবারকে তৃণমূলে নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী।