সিরিয়া’য় অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো’র। শিয়েভো’র বিপক্ষের ম্যাচ দিয়ে লিগে জুভেন্টাসের জার্সিতে অভিষেকের অপেক্ষায় সিআর সেভেন। নিজেদের মাঠে খেলা না হলেও এ ম্যাচ ঘিরে জুভেন্টাস সমর্থকদের রোমাঞ্চের শেষ নেই।
বর্তমান চ্যাম্পিয়নরা লিগের শুরুতে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শিয়েভোকে। পরিসংখ্যান কিংবা বর্তমান ছন্দ সব দিক থেকে এগিয়ে জুভেন্টাস। আক্রমণ ভাগের দায়িত্বে থাকবে রোনালদো, দিবালা এবং ডগলাস কস্তা। তাছাড়া মাঝ মাঠ দখলের লড়াইয়ে থাকবেন মাতুইদি, এমরে চ্যানরা। ইতালিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পেতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে দুর্বল শিয়েভোকে।
তবে গত ১৪ আগস্ট ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনোয়ায় উড়ালসেতুর একাংশ ধসে ৩৯ জন নিহতের ঘটনায় ইতোমধ্যে ফিওরেন্তিনা-সাম্পদোরিয়া ও এসি মিলান-জেনোয়ার ম্যাচটি স্থগিত করা হয়েছে।
জুভেন্টাস-শিয়েভোর ম্যাচটির ভাগ্যও বর্তমান পরিস্থিতির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। তাই আজ শনিবার (১৮ আগস্ট) ম্যাচটি না হলে রোনালদোর এখনই ইতালিয়ান লীগে অভিষেক হচ্ছে না।
সাম্পদোরিয়া সভাপতি মাসিমো ফেরেরো বলেন, জুভেন্টাস সভাপতি আন্দ্রে আগনেলিও ম্যাচ না হওয়ার পক্ষে বলে জানিয়েছেন। আর শনিবারের ম্যাচটি না হলে আগামী ২৫ আগস্ট লাৎসিওর বিপক্ষে ম্যাচ দিয়েই রোনালদোর জুভেন্টাস যুগের সূচনা হবে।